সিরতে শহরে দায়েশ-বিরোধী অভিযান জোরদার করেছে লিবিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i22579-সিরতে_শহরে_দায়েশ_বিরোধী_অভিযান_জোরদার_করেছে_লিবিয়_বাহিনী
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার ঐকমত্যের সরকারের সেনাবাহিনী সিরতে শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। শহরটি থেকে দায়েশকে নির্মূল করার লক্ষ্যে বড় ধরনের অভিযান চালানোর অংশ হিসেবে লিবিয় বাহিনী এ অভিযান চালাচ্ছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১০, ২০১৬ ১৮:৫৭ Asia/Dhaka
  • সিরতে শহরে দায়েশ-বিরোধী অভিযান জোরদার করেছে লিবিয় বাহিনী

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার ঐকমত্যের সরকারের সেনাবাহিনী সিরতে শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। শহরটি থেকে দায়েশকে নির্মূল করার লক্ষ্যে বড় ধরনের অভিযান চালানোর অংশ হিসেবে লিবিয় বাহিনী এ অভিযান চালাচ্ছে।

গতকাল (রোববার) লিবিয় সেনারা শহরের একটি আবাসিক এলাকা পুনরুদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার থেকে লিবিয় বাহিনী তীব্র বিমান হামলা এবং ট্যাংকের গোলা বর্ষণের মধ্যদিয়ে দায়েশ স্নাইপারদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।

গত মে মাস থেকে লিবিয় বাহিনী দেশটির সিরতে শহরে দায়েশের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করার পর এ পর্যন্ত শহরের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সিরতে অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ৪৫০ জন লিবিয় সেনা নিহত হওয়ার পাশাপাশি ২,৫০০ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১০