পাকিস্তানে জঙ্গি হামলায় ৫ শিয়া মুসলমান নিহত
https://parstoday.ir/bn/news/world-i24319-পাকিস্তানে_জঙ্গি_হামলায়_৫_শিয়া_মুসলমান_নিহত
পাকিস্তানে শিয়া মুসলমানদের এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। বন্দরনগরী করাচির নাজিমাবাদ এলাকায় শনিবার রাতে এ হামলা চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০১৬ ০৬:৩৩ Asia/Dhaka
  • পাকিস্তানে জঙ্গি হামলায় ৫ শিয়া মুসলমান নিহত

পাকিস্তানে শিয়া মুসলমানদের এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। বন্দরনগরী করাচির নাজিমাবাদ এলাকায় শনিবার রাতে এ হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা ইমাম হোসেইন (আ.)’র স্মরণে আয়োজিত ধর্মীয় সভায় এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

পাকিস্তানের কুখ্যাত জঙ্গি গোষ্ঠী লশকরে জাঙ্গভি এ পাশবিক হামলার দায়িত্ব স্বীকার করেছে। গত সপ্তাহে দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি পুলিশ প্রশিক্ষণ একাডেমিতেও হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছিল এই জঙ্গি গোষ্ঠী। ওই ভয়াবহ হামলায় অন্তত ৬০ ব্যক্তি নিহত হয়।

সাম্প্রতিক সময়ে এই জঙ্গি গোষ্ঠী শিয়া মুসলমানদের ওপর বেশি কয়েকটি হামলা চালিয়েছে। শিয়া-বিদ্বেষী এই উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে সৌদি আরব।

পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে শিয়াদের ওপর ভয়াবহতম হামলাগুলোর দায় স্বীকার করেছে লশকরে জাঙ্গভি। এসব হামলার মধ্যে ২০১৩ সালের জানুয়ারি মাসে কোয়েটায় হাজারা জনগোষ্ঠীর ওপর শক্তিশালী বোমা হামলা অন্যতম। ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০