সন্ত্রাসীদের বিশ্বযুদ্ধে সিরিয়া বিজয়ী হয়েছে: আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে চালানো সন্ত্রাসীদের 'বিশ্বযুদ্ধে' দেশটি বিজয়ী হয়েছে। পাশাপাশি কয়েক বছরব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখায় সিরিয়ার সরকার এবং জনগণের মহৎ তৎপরতাকে স্বাগত জানান তিনি।
তেহরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়াল্লেম এবং সিরিয়ার জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুকের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন শামখানি।
সিরিয়ায় চলমান যুদ্ধবিরতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটির সামরিক শক্তি বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার ওপর নজর রাখাই হলো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শান্তির প্রতি অঙ্গীকারাবদ্ধ রাখার একমাত্র পথ।
তিনি আরো বলেন, সিরিয়ার বৈধ সরকারকে দুর্বল করবে, দেশটির অংশ-বিশেষ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে তুলে দেয়া হবে বা দেশটিতে বিদেশি সামরিক দখলদারিত্বের সূচনা করবে এমন যে কোনো রাজনৈতিক পথ বা আলোচনা দেশটির জনস্বার্থ বিরোধী হবে। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর জন্য তা হুমকি হয়ে দেখা দেবে এবং এ ধরণের প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
আলেপ্পো মুক্ত হওয়াকে সিরিয়ার সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মোড় পরিবর্তন বলে উল্লেখ করে আলী শামখানি বলেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩১