পাকিস্তানে দুর্ধর্ষ বালুচ কমান্ডারের আত্মসমর্পণ
https://parstoday.ir/bn/news/world-i30535-পাকিস্তানে_দুর্ধর্ষ_বালুচ_কমান্ডারের_আত্মসমর্পণ
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ’র দুর্ধর্ষ কমান্ডার বালাখ শের বাদিনি আত্মসমর্পণ করেছেন। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সোমবার এ সন্ত্রাসী কমান্ডার সরকারি কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ০২:০৫ Asia/Dhaka
  • আত্মসমর্পণকারী বালুচ কমান্ডারকে পাকিস্তানের পতাকা রঙের পোষাক পরিয়ে দেয়া হচ্ছে
    আত্মসমর্পণকারী বালুচ কমান্ডারকে পাকিস্তানের পতাকা রঙের পোষাক পরিয়ে দেয়া হচ্ছে

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ’র দুর্ধর্ষ কমান্ডার বালাখ শের বাদিনি আত্মসমর্পণ করেছেন। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সোমবার এ সন্ত্রাসী কমান্ডার সরকারি কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন।

কোয়েটার মাদাদগড় সেলে সীমান্ত কোরের কাছে বালাখ শের তার অস্ত্র জমা দেন। পরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি পাকিস্তানের জাতীয় পতাকার রঙের পোষাক পরে ঘোষণা করেন, “আমি একজন গর্বিত পাকিস্তানি এবং সাহসী বালুচ।”

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি, বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকর ও সীমান্ত কোরের কমান্ডার ব্রিগেডিয়ার খালিদ বেগ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বালাখ শের বলেন, “আমি বিদেশী মদদপুষ্ট লোকজনের মাধ্যমে প্রতারিত হয়ে বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে।” তার আত্মসমপর্ণের ঘটনাকে পাকিস্তানের সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী স্বাগত জানিয়েছে এবং অন্যদেরকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।

গত কয়েক বছর ধরে বালাখ শের বেলুচিস্তানের নোশখি জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯