'অ্যাসাঞ্জকে নিরাপদে ইকুয়েডরে চলে যাওয়ার সুযোগ দিন'
ইকুয়েডরের সরকার অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিরাপদে লাতিন আমেরিকার এ দেশটিতে চলে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে।
ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখন আর নেই। এ অবস্থায় নিরাপদে ইকুয়েডরে ঢোকার সুযোগ করে দেয়ার লক্ষ্যে ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে। রাজনৈতিক আশ্রয় নিতে অ্যাসাঞ্জকে ইকুয়েডরে ঢোকার সুযোগ দিতে হবে বলে এ সূত্র থেকে জানানো হয়।।
এর আগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনিত ধর্ষণের অভিযোগকে বাতিল করে দিয়েছে সুইডেন। সুইডেনে যৌন হয়রানি, যৌন হেনেস্তা এবং ধর্ষণের অভিযোগ আনাকে কেন্দ্র করে গ্রেফতার এড়াতে ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে রয়েছেন অ্যাসাঞ্জ। গ্রেফতা করে তাকে সুইডেনে পাঠানো হলে সেখান থেকে তাকে আমেরিকার হাতে তুলে দেয়া হতে পারে আশংকা করছিলেন অ্যাসাঞ্জ।#
পার্সটুডে/মূসা রেজা/২১