প্রেসটিভির নিখোঁজ ক্যামেরাম্যান নিহত; কাবুলে দাফন সম্পন্ন
সাম্প্রতিক কাবুল বিস্ফোরণে প্রেসটিভির নিখোঁজ ক্যামেরাম্যান হাবিব হোসাইনযাদেহ শহীদ হয়েছেন। ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভি এক বিবৃতিতে স্থানীয় ক্যামেরাম্যান হাবিব হোসাইন যাদেহ’র শাহাদাতের খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে হাবিব হোসাইনযাদেহর শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলা হয়েছে: প্রেসটিভি তাদের আরেকজন কর্মতৎপর ও দায়িত্বশীল কর্মীকে হারালো।
কাবুল শহরের পশ্চিমে আজ হোসাইনযাদেহ’র মরদেহ দাফন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে হাবিবুল্লাহ হোসাইনযাদেহ প্রেসটিভির শহীদ সহকর্মীদের দলে ভিড়লো। ইতোপূর্বে প্রেসটিভির সিরিয় প্রতিনিধি মায়া নাসের, তুরস্ক প্রতিনিধি সোরেনা শিম, আফগানিস্তানে প্রেসি টিভির ক্যামেরাম্যান ফারহদ তাকাদ্দোসিও সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।
গত বুধবার কাবুলে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের চালানো বোমা হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছিল, আহত হয়েছিল কয়েক শ জন। হতাহতের বেশিরভাগই ছিল নিরীহ জনগণ। ওই বিস্ফোরণস্থলের পাশেই ছিল প্রেসটিভির অফিস। অফিসে যাবার উদ্দেশে হোসাইনযাদেহ বাসা থেকে বের হবার পর নিখোঁজ হয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁর কোনো খোঁজ পাওয়া যায় নি। তবে গতকাল মৃতদের লাশ শনাক্ত করার সময় তার পরিচয় পাওয়া গেছে।
কাবুলে জার্মান দূতাবাসের কাছে সংঘটিত ভয়াবহ ওই বোমা হামলার কারণ এখনও সুস্পষ্ট নয়।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৬