ট্রাম্পের কাছে প্রমাণ চেয়েছে ডেমোক্র্যাট দল
-
পরমাণু সমঝোতা সইয়ের অনুষ্ঠান (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরান যে পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে প্রমাণ চেয়েছে দেশটির ডেমোক্র্যাট দলের সিনেট সদস্যরা।
গতকাল (বুধবার) ডেমোক্র্যাট দলের সাত সিনেটর এ নিয়ে মার্কিন মন্ত্রিপরিষদের কাছে চিঠি লিখেছেন। এ চিঠি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের কাছেও দেয়া হয়েছে। চিঠিতে সিনেটররা বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইরান মেনে চলছে না বলে তাদের কাছে যে প্রমাণ রয়েছে তারা যেন তা সরবরাহ করেন।
এছাড়া, মার্কিন অর্থমন্ত্রী, জ্বালানিমন্ত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থার মহা পরিচালককেও এ চিঠি দেয়া হয়েছে। সিনেটররা বলেছেন, পরমাণু সমঝোতা লঙ্ঘনের ব্যাপারে মার্কিন মন্ত্রীদের কাছে কী প্রমাণ রয়েছে তা ৬ অক্টোবরের মধ্যেই দেখাতে হবে। চিঠিতে সই করেছেন সিনেটর শেরড ব্রাউন, মারিয়া কান্টওয়েল, বেন কারডিন, রিচার্ড ডারবিন, প্যাট্রিক লিয়াহি, জ্যাক রিড এবং মার্ক ওয়ার্নার।
গত জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বলে আসছেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘঘন করছে এবং বার বার এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১