শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী নরওয়ের ক্রীড়াদল পেল ১৫ হাজার ডিম!
https://parstoday.ir/bn/news/world-i52727-শীতকালীন_অলিম্পিকে_অংশগ্রহণকারী_নরওয়ের_ক্রীড়াদল_পেল_১৫_হাজার_ডিম!
দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী নরওয়ের ক্রীড়া দলকে ১৫ হাজার ডিম সরবরাহ করা হয়েছে। ১২১ সদস্যদের ক্রীড়াদল কোরিয় ভাষায় ডিমের অর্ডার দেয়ার সময়ে একটি শূন্য ভুল করায় চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি ডিম পেয়েছে। দলটির ১৫০০ ডিমের প্রয়োজন থাকলেও অর্ডারে তারা ১৫০০০ ডিমের উল্লেখ করেছিল।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ১৫:৪৫ Asia/Dhaka
  • শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী নরওয়ের ক্রীড়াদল পেল ১৫ হাজার ডিম!

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী নরওয়ের ক্রীড়া দলকে ১৫ হাজার ডিম সরবরাহ করা হয়েছে। ১২১ সদস্যদের ক্রীড়াদল কোরিয় ভাষায় ডিমের অর্ডার দেয়ার সময়ে একটি শূন্য ভুল করায় চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি ডিম পেয়েছে। দলটির ১৫০০ ডিমের প্রয়োজন থাকলেও অর্ডারে তারা ১৫০০০ ডিমের উল্লেখ করেছিল।

এতে ক্রীড়াদলটির সদস্যদের মাথাপিছু ১২৪টি করে ডিম সরবরাহ করা হয়েছে। এ ব্যাপক সংখ্যক ডিম নিয়ে শেষ পর্যন্ত করবে সে কথা জানাতে পরিষ্কার করে জানাতে পারেন নি  নরওয়ের ক্রীড়াদলের প্রধান পাচক ।

নরওয়ের ক্রীড়াদল এসব ডিম ব্যবহার করতে পারে কিংবা অলিম্পিক কর্তৃপক্ষ বাড়তি ডিম ফেরতও নিতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, যাই হোক না কেন, এটি তেমন কোনো বড় সমস্যা নয়।#

পার্সটুডে/মূসা রেজা/৯