রাশিয়া থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া
রাশিয়া থেকে অত্যাধুনিক সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া। এজন্য দু দেশের মধ্যে ১১৪ কোটি ডলারের একটি চুক্তি সই হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তোতোক সুগিহাত্রো গতকাল (শনিবার) জানান, রাশিয়া থেকে তার দেশ ১১টি সুখোই-৩৫ বিমান কিনবে যার মোট মূল্য হবে ১১৪ কোটি ডলার এবং এ নিয়ে রাজধানী জাকার্তায় দু দেশের প্রতিনিধিরা চুক্তি চূড়ান্ত করেছেন। চলতি বছরের আগস্ট মাসে দুটি বিমান সরবরাহ করবে মস্কো। বাকি নয়টি বিমানের মধ্যে ছয়টি ১৮ মাসের মধ্যে এবং তিনটি আরো পাঁচ মাস পরে দেবে।
পামঅয়েল, কফি এবং চায়ের মতো গুরুত্বপূর্ণ পণ্যের বিনিময়ে ইন্দোনেশিয়াকে এই ১১টি যুদ্ধবিমান দেবে রাশিয়া। মস্কোর ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপের পর পণ্যের বিনিময়ে এসব যুদ্ধবিমান পাওয়াকে বিশেষ সুযোগ হিসেবে দেখছে ইন্দোনেশিয়া। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮