গাছের ওপর বোমাবর্ষণ: ভারতীয় পাইলটদের বিরুদ্ধে এফআইআর দায়ের
https://parstoday.ir/bn/news/world-i68675-গাছের_ওপর_বোমাবর্ষণ_ভারতীয়_পাইলটদের_বিরুদ্ধে_এফআইআর_দায়ের
পাকিস্তানের বালাকোটে গাছের ওপর বোমাবর্ষণ করার জন্য ভারতীয় পাইলটদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত রিপোর্ট বা এফআইআর দায়ের করেছে পাকিস্তানের বনবিভাগ। ভারতের অজ্ঞাতসংখ্যক পাইলটের বিরুদ্ধে আজ (শুক্রবার) এফআইআর দায়ের করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৮, ২০১৯ ১৫:৫৬ Asia/Dhaka
  • বালাকোটে ভারতীয় বোমায় ভেঙে পড়া পাইন গাছ
    বালাকোটে ভারতীয় বোমায় ভেঙে পড়া পাইন গাছ

পাকিস্তানের বালাকোটে গাছের ওপর বোমাবর্ষণ করার জন্য ভারতীয় পাইলটদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত রিপোর্ট বা এফআইআর দায়ের করেছে পাকিস্তানের বনবিভাগ। ভারতের অজ্ঞাতসংখ্যক পাইলটের বিরুদ্ধে আজ (শুক্রবার) এফআইআর দায়ের করা হয়।

এতে বলা হয়েছে, ভারতীয় বিমান থেকে বোমাবর্ষণের ফলে বালাকোট এলাকার ১৯টি গাছ ধ্বংস হয়েছে। পাকিস্তানি বিমানের তাড়া খেয়ে ভারতীয় বিমান পালাতে গিয়ে তড়িঘড়ি করে ওই স্থানে বোমা ফেলে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

এ ঘটনায় পাক সরকার ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উত্থাপনের পরিকল্পনা নিয়েছে। এতে ভারতের বিরুদ্ধে ‘পরিবেশ-সন্ত্রাসবাদের’ অভিযোগ আনা হবে।

গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয়  জঙ্গিবিমান অধিকৃত কাশ্মির থেকে ৪০ কিলোমিটার ভেতরে বালাকোটের জাব্বা টপ পাহাড়ি বনাঞ্চলে বোমাবর্ষণ করে। পাকিস্তানের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মালিক আমিন আসলাম বলেছেন, ভারতীয় বিমানগুলো একটি সংরক্ষিত বনাঞ্চলে বোমা হামলা চালিয়েছে এবং ইসলামাবাদ সরকার পরিবেশ বিষয়ক ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখবে। এটাই হবে জাতিসংঘ ও অন্য সংস্থাগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি।

মালিক আমিন আরো বলেন, বালাকোটে যা হয়েছে তা নিতান্তই পরিবেশ-সন্ত্রাসবাদ; এক ডজনের বেশি পাইন গাছ ধ্বংস হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, বোমা বিস্ফোরণে ১৫টির বেশি পাইন গাছ ধ্বস হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮