প্যারিসের ঐতিহাসিক নটর ডেম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড
https://parstoday.ir/bn/news/world-i69598-প্যারিসের_ঐতিহাসিক_নটর_ডেম_গির্জায়_ভয়াবহ_অগ্নিকাণ্ড
ফ্রান্সের রাজধানী প্যারিসের সাড়ে আটশ বছরের পুরানো নটর ডেম গির্জায় ভয়াবহ আগুন লেগেছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫.৫০ মিনিটে আগুনের সূচনা হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৬, ২০১৯ ০০:২১ Asia/Dhaka
  • প্যারিসের ঐতিহাসিক নটর ডেম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ফ্রান্সের রাজধানী প্যারিসের সাড়ে আটশ বছরের পুরানো নটর ডেম গির্জায় ভয়াবহ আগুন লেগেছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫.৫০ মিনিটে আগুনের সূচনা হয়।

নটর ডেম জ্বলছে

ভবনটির চিলে কুঠুরি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছে ফরাসি দৈনিক ‘লা মনদে। এরপর আগুন ঐতিহাসিক ভবনটির ছাদের ব্যাপক অংশে ছড়িয়ে পড়ে।

আগুন ধরার সঠিক কারণ এখনও জানা যায় নি। তবে গির্জাটির সংস্কার চলছিল এবং তার সঙ্গে এ আগুনের সম্পর্ক থাকতে পারে বলে প্যারিসের কর্মকর্তারা জানিয়েছেন। গির্জার এক মুখপাত্র জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ভবন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে বলে । এ ছাড়া, ভবনের আশেপাশের এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে বলে জানান হয়েছে। আগুন নেভানোর ব্যাপক তৎপরতা চলছে।

ইউরোপে শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দীর প্রায় মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে গথিক শিল্পের কাল বলা হয়ে থাকে। ফরাসি গথিক স্থাপত্যের অনবদ্য উদাহরণ হিসেবে এ ভবনকে বিবেচনা করা হয়। ১১৬০ সালে এটি নির্মাণ করা হয় এবং ১২৬০ সালে এ গির্জার নির্মাণ পুরোপুরি শেষ হয়। অবশ্য, পুরো শতাব্দী ধরে এ ভবনের বিভিন্ন সংস্কার হয়েছে। নটর ডেম শব্দটির অর্থ আমাদের নারী।

বয়সের ভারে জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে পড়ছিল এবং একে রক্ষার পদক্ষেপ নেয়ার জন্য গত বছর ফ্রান্সের ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ আকুল আবেদনও জানিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৬