শ্রীলঙ্কায় ৮৭ ডেটোনেটর উদ্ধার; ২৩ গ্রেপ্তার
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশপাশের চারটি হোটেল ও তিনটি গির্জাসহ মোট আটটি পৃথক স্থানে ভয়াবহ বোমা হামলার পর বিভিন্ন স্থানের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজ কলম্বোর একটি বেসরকারি বাস স্টেশন থেকে ৮৭টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২টি ডেটোনেটর স্টেশনের কাছে ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং অপর ৭৫টি ডাস্টবিনে রাখা ছিল। এছাড়া এ পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শ্রীলঙ্কার সরকার আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
গতকাল দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার সকাল ও বিকেলে দফায় দফায় বোমা হামলার পর সোমবার সকালে শ্রীলঙ্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ২৯০ জনের প্রাণহানির কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন। নিহত বিদেশিদের একজন হচ্ছে বাংলাদেশের শিশু জায়ান চৌধুরী। তিনি আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি।
এ বিষেয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি আট বছরের জায়ান চৌধুরী পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে শ্রীলঙ্কায় রবিবারের বোমা হামলায় নিহত হয়েছে। ওই ঘটনায় শিশুটির বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সও আহত হন বলে গণমাধ্যমকে জানান তিনি। শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩