শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল আইএস
https://parstoday.ir/bn/news/world-i69793-শ্রীলঙ্কায়_সন্ত্রাসী_হামলার_দায়_স্বীকার_করল_আইএস
শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। সন্ত্রাসী গোষ্ঠীটির বার্তা সংস্থা হিসেবে পরিচিত 'আমাক' এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৩, ২০১৯ ১৮:০০ Asia/Dhaka
  • একটি গির্জায় বোমা হামলা পরবর্তী অবস্থা
    একটি গির্জায় বোমা হামলা পরবর্তী অবস্থা

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। সন্ত্রাসী গোষ্ঠীটির বার্তা সংস্থা হিসেবে পরিচিত 'আমাক' এ তথ্য জানিয়েছে।

আইএস বলেছে, তাদের লোকেরাই শ্রীলঙ্কায় সব হামলা চালিয়েছে। তবে দাবির সপক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি আইএস।

শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সিনারত্মে গতকাল (সোমবার) বলেছেন, রাজধানী কলম্বো ও এর আশেপাশে বোমা হামলার সঙ্গে স্থানীয় উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) জড়িত এবং তারা আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সহায়তা নিয়েছে।

বোমা হামলায় সাতজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শ্রীলঙ্কায় হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের সমস্যা। সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলা করতে হবে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩