তাজিকিস্তান-উজবেকিস্তান সীমান্তে গোলাগুলিতে নিহত ১৭
https://parstoday.ir/bn/news/world-i75037-তাজিকিস্তান_উজবেকিস্তান_সীমান্তে_গোলাগুলিতে_নিহত_১৭
তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তে গোলাগুলিতে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৬, ২০১৯ ১৮:০৭ Asia/Dhaka
  • তাজিকিস্তান-উজবেকিস্তান সীমান্তে গোলাগুলিতে নিহত ১৭

তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তে গোলাগুলিতে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ২০ জন মুখোশধারী তাজিকিস্তানের একটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে এক সীমান্ত রক্ষী ও এক পুলিশ সদস্য প্রাণ হারায়। এরপর পাল্টা গুলিতে ১৫ হামলাকারী নিহত হয়। বাকি পাঁচ হামলাকারীকে আটক করা হয়েছে।

তাজিকিস্তান সরকার হামলাকারীদের বিষয়ে তারা আর কোনো তথ্য দেয়নি, তবে ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে গোলাগুলির এ ঘটনা ঘটে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।