গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাল উ. কোরিয়া: বদলে যাবে 'কৌশলগত অবস্থান'
উত্তর কোরিয়া একটি অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফল ভাবে চালানোর ঘোষণা দিয়েছে। আর এর মধ্য দিয়ে পিয়ংইয়ং'এর কৌশলগত অবস্থান বদলে যাবে বলেও দাবি করা হয়েছে। চীনের সীমান্ত সংলগ্ন দেশটির রকেট উৎক্ষেপণ কেন্দ্র এ পরীক্ষা চালানর কথা জানান হয়েছে।
উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমির এক মুখপাত্রের বরাতি দিয়ে কেসিএনএ আরও জানায় যে গতকাল স্থানীয় বিকালে এ পরীক্ষা চালান হয়।
পরীক্ষাকে সফল হিসেবে উল্লেখ করে এতে আরও বলা হয়, এটি দেশটির জন্য অতি গুরুত্বপূর্ণ। কেসিএনএ বলেছে, এতে অদূর ভবিষ্যতে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থানও বদলে যাবে।

অবশ্য, কখন এবং কোথায় চালান হয়েছে উল্লেখ করা হলেও পরীক্ষা ধরণ সম্পর্কে কিছুই ঘোষণায় উল্লেখ করে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। কিন্তু ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষেপণাস্ত্র নয় বরং ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন নিয়ে ভূমিভিত্তিক স্থির পরীক্ষা হয়ত চালিয়েছে। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে তারা বলেন, কোনও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তা দ্রুত প্রতিবেশি জাপান এবং দক্ষিণ কোরিয়া ধরতে পারে।#