ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা কোনো ফল পাবে না: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i75954-ইরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_দিয়ে_আমেরিকা_কোনো_ফল_পাবে_না_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আবারো ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তার দেশের বিরোধিতার কথা ঘোষণা করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ১০:২০ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আবারো ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তার দেশের বিরোধিতার কথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, ইরান সরকারের আচরণে পরিবর্তন আনার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে আমেরিকা দাবি করলেও প্রকৃতপক্ষে এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের সাধারণ জনগণকে টার্গেট করা হয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী শনিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চাভুসওগ্লু বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এখন পর্যন্ত আমেরিকার ক্ষতি ছাড়া লাভ হয়নি এবং ভবিষ্যতেও কোনো লাভ হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে তখন থেকেই আন্তর্জাতিক সমাজের নিন্দা অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।