ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির অপারেশন; বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ১৭, ২০২০ ১৮:৪২ Asia/Dhaka
-
আয়াতুল্লাহ সিস্তানি (বামে) ও আয়াতুল্লাহ খামেনেয়ি (ডানে)
ইরাকে শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।
আয়াতুল্লাহ সিস্তানির কাছে পাঠানো এক বার্তায় ওই মহান আলেমের অসুস্থতার খবরে নিজের দুঃখবোধের কথা উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।
ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির পায়ের হাড় ফেটে যাওয়ায় অপারেশন হয়েছে। ইরাকি চিকিৎসকরাই তার অপারেশন করেছেন।
এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আয়াতুল্লাহ সিস্তানির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তাঁর চিকিৎসায় সব ধরণের সহযোগিতার ঘোষণা দিয়েছেন।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ