করোনাভাইরাস: চীনে নতুন করে আক্রান্ত হলে মাত্র ১ জন
https://parstoday.ir/bn/news/world-i78372-করোনাভাইরাস_চীনে_নতুন_করে_আক্রান্ত_হলে_মাত্র_১_জন
চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে নতুন করে মাত্র এক ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বব্যাপী যখন এই ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এবং নতুন করে হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে তখন এটির উৎপত্তিস্থল চীন এ আশাব্যঞ্জক তথ্য জানাল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৮, ২০২০ ০৭:০২ Asia/Dhaka
  • করোনাভাইরাস: চীনে নতুন করে আক্রান্ত হলে মাত্র ১ জন

চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে নতুন করে মাত্র এক ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বব্যাপী যখন এই ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এবং নতুন করে হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে তখন এটির উৎপত্তিস্থল চীন এ আশাব্যঞ্জক তথ্য জানাল।

চীন সরকার জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) দেশটির উহান শহরে মাত্র এক ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশ থেকে চীন সফরে যাওয়া ২০ জন বিদেশির শরীরেও মঙ্গলবার করোনাভাইরাস ধরা পড়েছে বলে বেইজিং জানিয়েছে।     

চীনের উহান শহরে ২০১৯ সালের শেষদিকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। বর্তমানে কোভিড-১৯ নামের এই রোগ বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। গোটা বিশ্বে এ পর্যন্ত অন্তত এক লাখ ৮৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে প্রায় ৮০ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। এ ছাড়া, এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত সাত হাজার মানুষ যাদের অর্ধেকই চীনা নাগরিক।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।