করোনা মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপ বিপর্যয়কর: দ্য বোস্টন গ্লোব
(last modified Thu, 02 Apr 2020 12:38:06 GMT )
এপ্রিল ০২, ২০২০ ১৮:৩৮ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার দৈনিক দ্য বোস্টন গ্লোব করোনা মোকাবেলায় মার্কিন সরকার ও প্রেসিডেন্টের পদক্ষেপকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছে।

করোনাভাইরাস বিস্তারকালে তাঁর গৃহীত পদক্ষেপগুলোকে কোভিড-১৯ এ আমেরিকার জনগণের মৃত্যুর কারণ হিসেবে তুলে ধরেছে পত্রিকাটি। মার্কিনীরা যে মুহূর্তে ভয়াবহ সংকট মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে সময় নেতৃবৃন্দের গৃহীত পদক্ষেপ ছিল চূড়ান্ত ভুল। তাদের ভুলের কারণেই করোনায় আক্রান্ত হয় আমেরিকার অধিবাসী। পত্রিকাটি আমেরিকার জনগণের খুনের দায়দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের ঘাড়ে চাপিয়েছে।  

বোস্টন গ্লোব আরও লিখেছে: ট্রাম্প প্রশাসন করোনার প্রাদুর্ভাব রোধে প্রচুর সময় পেয়েও অবহেলা করেছে। যার ফলে কোভিদ-১৯এ আক্রান্তের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

দৈনিক দ্য বোস্টন গ্লোব

পত্রিকাটি লিখেছে: আমেরিকার জনগণ আগামী দিনগুলোতে করোনভাইরাসে আক্রান্ত তাদের পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবকে হারাবে। লাশের মিছিল দেখে তারা তাদের ভবিষ্যতের দিকে উদ্বেগ-উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকাবে।

আমেরিকার জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের অনেকেই হুশিয়ারি উচ্চারণ করেছেন যে, করোনাভাইরাসে সেদেশের এক লাখ থেকে দুই লাখ চল্লিশ হাজার মানুষ মারা যাবার আশঙ্কা রয়েছে।

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।