অভিবাসন বন্ধের আদেশ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i79244-অভিবাসন_বন্ধের_আদেশ_দেবেন_প্রেসিডেন্ট_ট্রাম্প
করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় আমেরিকায় অভিবাসন বন্ধের আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে এই অভিবাসন। অবস্থার উন্নতি হলে এই আদেশ বিলুপ্ত করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২০ ১৪:০০ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ট্রাম্প
    প্রেসিডেন্ট ট্রাম্প

করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় আমেরিকায় অভিবাসন বন্ধের আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে এই অভিবাসন। অবস্থার উন্নতি হলে এই আদেশ বিলুপ্ত করা হবে।

সোমবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, অদৃশ্য শত্রুর হামলার প্রেক্ষাপটে, মহান মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষার স্বার্থে, আমেরিকায় অস্থায়ীভাবে অভিবাসন বাতিলের আদেশে আমি স্বাক্ষর করতে যাচ্ছি।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারিতে সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ হলো আমেরিকা। সেখানে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ। আক্রান্ত প্রায় ৮ লাখ। মহামারির প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সংকটের বিরুদ্ধে নজিরবিহীন লড়াইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি।

আমেরিকামুখী অভিবাসী

এই পরিস্থিতিতে মার্কিন অর্থনীতিও অচল হয়ে পড়েছে। ব্যাপক ভ্রমণ বিধিনিষেধ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণে বেকারভাতা পাওয়ার জন্য দুই কোটি ২০ লাখ মার্কিন নাগরিক আবেদন করেছেন। বিধিনিষিধে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে এরইমধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন  ট্রাম্প। তিনি অর্থনীতি সচল করে দেয়ার কথা বললেও মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।#

পার্সটুডে/এসআইবি/২১