প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ইরানকে শক্তিশালী করেছে: মার্কিন সিনেটর
https://parstoday.ir/bn/news/world-i79357-প্রেসিডেন্ট_ট্রাম্পের_নীতি_ইরানকে_শক্তিশালী_করেছে_মার্কিন_সিনেটর
আমেরিকার একজন প্রভাবশালী সিনেটর অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতির কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান শক্তিশালী হয়েছে এবং চার বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান দুর্বল হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৫, ২০২০ ১৮:৩৬ Asia/Dhaka
  • ক্রিস মারফি
    ক্রিস মারফি

আমেরিকার একজন প্রভাবশালী সিনেটর অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতির কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান শক্তিশালী হয়েছে এবং চার বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান দুর্বল হয়েছে।

কানেকটিকাট থেকে নির্বাচিত বিরোধী ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মারফি কয়েক দফা টুইটার বার্তায় এ বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী যে কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়- তারা কতটা শক্তিশালী হয়েছে।

নূর-১

ক্রিস মারফি বলেন, চার বছর আগের তুলনায় যেকোনো বিচারে ইরান এখন মধ্যপ্রাচ্যে শক্তিশালী, অন্যদিকে আমেরিকা দুর্বল হয়েছে। মার্কিন সিনেটর তার টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভুল নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৬ সালে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভুল নীতি গ্রহণ করেছেন যার কারণে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়েছে।

গত ২২ এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সর্বপ্রথম তাদের সামরিক উপগ্রহ কক্ষপথে পাঠায়। নূর-১ নামে উপগ্রহটি এরইমধ্যে সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে এবং সিগন্যাল পাঠাতে শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫