আবারও আমেরিকার সঙ্গে সুর মেলাল ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i80708-আবারও_আমেরিকার_সঙ্গে_সুর_মেলাল_ব্রিটেন_জার্মানি_ও_ফ্রান্স
আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’তে ইরানবিরোধী অবস্থান নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২০ ০৬:২৮ Asia/Dhaka
  • সোমবার আইএইএ'র নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন রাফায়েল গ্রোসি
    সোমবার আইএইএ'র নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন রাফায়েল গ্রোসি

আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’তে ইরানবিরোধী অবস্থান নিয়েছে।

গতকাল (সোমবার) আইএইএ’র নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে ওই তিন ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে তেহরানকে আইএইএ’র পর্যবেক্ষণে ‘পূর্ণ সহযোগিতা’ করার আহ্বান জানিয়েছে।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স সোমবার আইএইএ’র নির্বাহী পরিষদে একটি প্রস্তাবের খসড়া উত্থাপন করে। এক পৃষ্ঠার ওই প্রস্তাবে ইরানকে তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। ২০১২ সালের পর এই প্রথম ইরানকে উদ্দেশ করে আইএইএ’র পক্ষ থেকে এ ধরনের সতর্কতা জারি করা হলো।

এদিকে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরান তার সংস্থার পরিদর্শকদেরকে দু’টি পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার দিচ্ছে না।

ইউরোপীয় দেশগুলো এমন সময় এ পদক্ষেপ নিল যখন তারা আমেরিকার গুণ্ডামির কাছে নতিস্বীকার করে বিগত বছরগুলোতে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।