বিপর্যয়কর সংঘাত এড়াতে আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি জাতিসংঘের আহ্বান
-
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজারবাইজান এবং আর্মেনিয়াকে পূর্ণমাত্রার সংঘাত এড়ানোর জন্য সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্প্রতি সীমান্ত সংঘর্ষ এবং উত্তেজনা চরমে ওঠার পর জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানালেন।
জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিচ গতকাল (সোমবার) জানান, মহাসচিব গুতেরেস গভীর উদ্বেগ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান উত্তেজনার বিষয়টি লক্ষ্য করছেন। বিপর্যয় এড়ানোর জন্য তিনি দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।

কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। দু দেশের মধ্যে এ ইস্যুতে ১৯৯০’র দিকে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সে সময় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ হাজার মানুষ নিহত হয়। ১৯৯৪ সালে দুপক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। ২০১৬ সালে দু'পক্ষের মধ্যে নতুন করে চার দিনের সংঘর্ষ হয় এবং সে সময় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছিল।
চলতি মাসের প্রথমদিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এতে আজারবাইজানের অন্তত ১১ জন এবং আর্মেনিয়ার চারজন সেনা নিহত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২১