নাগার্নো-কারাবাখে রুশ শান্তিরক্ষী মোতায়েনে ল্যাভরভের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i83856-নাগার্নো_কারাবাখে_রুশ_শান্তিরক্ষী_মোতায়েনে_ল্যাভরভের_আহ্বান
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গোলযোগপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য রুশ শান্তিরক্ষী বাহনী মোতায়েন করার কথা বলেছেন। তিনি বলেন, চলমান সংঘাতময় পরিস্থিতিতে কারাবাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর রুশ শান্তিরক্ষী মোতায়েন করা সঠিক সিদ্ধান্ত হবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১৪, ২০২০ ১৮:৩৪ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গোলযোগপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য রুশ শান্তিরক্ষী বাহনী মোতায়েন করার কথা বলেছেন। তিনি বলেন, চলমান সংঘাতময় পরিস্থিতিতে কারাবাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর রুশ শান্তিরক্ষী মোতায়েন করা সঠিক সিদ্ধান্ত হবে।

ল্যাভরভ বলেন, অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ইয়েরেভান ও বাকুর ওপর। তিনি আরো বলেন, দু দেশের মধ্যে রাজনৈতিক সমধান ছাড়া কোনো সামরিক সমাধান কার্যকরী হবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র শান্তিরক্ষী নয় বরং সেখানে সামরিক পর্যবেক্ষক মোতায়েন করা জরুরি। যদি সেখানে রুশ সামরিক পর্যবেক্ষক থাকতেন তাহলে সঠিকভাবে যুদ্ধবিরতি পালিত হতো। বিষয়টি যদিও বাকু ও ইয়েরেভানের তবে দু পক্ষই রুশ শান্তিরক্ষী মোতায়েনের বিষয়টি বিবেচনা করবে বলে মস্কো আশা করে।

কারাবাখ সীমান্তে যুদ্ধবিরতির মধেই চলছে সংঘর্ষ

এদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, একমাত্র বাকু ও ইয়েরেভান একমত হলেই সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা যাবে। তিনি আবারো বলেছেন, যেকোনোভাবেই হোক না কেন, আলোচনায় তুরস্কের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৪