নিষেধাজ্ঞা উপেক্ষা করে থাইল্যান্ডে সমাবেশ; আটক নেতাদের মুক্তি দাবি
https://parstoday.ir/bn/news/world-i88334-নিষেধাজ্ঞা_উপেক্ষা_করে_থাইল্যান্ডে_সমাবেশ_আটক_নেতাদের_মুক্তি_দাবি
থাইলান্ডে সরকার-বিরোধী আন্দোলনে আটক নেতাদের মুক্তির দাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ব্যাংককে শত শত বিক্ষোভকারী সমাবেশ করেছেন। শুক্রবার থাই সরকার প্রকাশ্য জনসমাবেশ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৭, ২০২১ ১৪:৩৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী প্রাইয়ূত ওচার পদত্যাগের দাবিতে  থাইল্যান্ডে বিক্ষোভ
    প্রধানমন্ত্রী প্রাইয়ূত ওচার পদত্যাগের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ

থাইলান্ডে সরকার-বিরোধী আন্দোলনে আটক নেতাদের মুক্তির দাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ব্যাংককে শত শত বিক্ষোভকারী সমাবেশ করেছেন। শুক্রবার থাই সরকার প্রকাশ্য জনসমাবেশ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

গত বছর থাইল্যান্ডে তরুণদের নেতৃত্বাধীন একটি আন্দোলন গড়ে ওঠে যারা থাই প্রধানমন্ত্রী প্রাইয়ূত ওচার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আসছে। এছাড়া বিক্ষোভকারীরা থাইল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্রের সংস্কার দাবি করছেন।

গতকালের বিক্ষোভ সমাবেশ থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়া হয়। সমাবেশ মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি পানি কামান ব্যবহার করে। এছাড়া, সংবিধানের ১১২ নম্বর অনুচ্ছেদ বাতিলেরও দাবি জানান বিক্ষোভকারীরা। ওই অনুচ্ছেদে থাই রাজার বিরুদ্ধে যেকোন ধরনের মানহানিকর বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে।

থাই রাজার বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতিবাদ

ব্যাংককের ফৌজদারি আদালতের সামনে অনুষ্ঠিত গতকালের সমাবেশ থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারী থাই রাজার ছবিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া রাজধানী ব্যাংককের আরো দুটি স্থানে আলাদা দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে থাই পুলিশের পক্ষ থেকে আয়োজকদের গ্রেফতারের বিষয়ে সতর্ক করে বলা হয় তারা যদি বেআইনি কোনো কর্মকাণ্ড করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

ব্যাংকক মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার পিয়া তাভিচাই এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবাদ বিক্ষোভ এখন অবৈধ। যে কেউ এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করবে অথবা অন্যদেরকে যোগ দিতে আহ্বান জানাবে তার সবই আইন ভঙ্গ হিসেবে গণ্য করা হবে।#

পার্সটুডে/এসআইবি/৭