ইউক্রেন সীমান্তে দেড় লাখ রুশ সেনা জড়ো হয়েছে: বোরেলের দাবি
https://parstoday.ir/bn/news/world-i90394-ইউক্রেন_সীমান্তে_দেড়_লাখ_রুশ_সেনা_জড়ো_হয়েছে_বোরেলের_দাবি
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন, রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেন সীমান্তে এবং ক্রিমিয়া উপদ্বীপে দেড় লাখের বেশি সেনা জড়ো করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২০, ২০২১ ১৭:০১ Asia/Dhaka
  • বোরেল
    বোরেল

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন, রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেন সীমান্তে এবং ক্রিমিয়া উপদ্বীপে দেড় লাখের বেশি সেনা জড়ো করেছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।

বোরেল বলেন, ‘এ যাবৎকালের সবচেয়ে বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে ইউক্রেনের সীমান্তে। এই সংখ্যা দেড় লাখের বেশি হবে। নতুন করে সংঘাতের ঝুঁকির প্রমাণ এটি।’ বিশেষ একটি সূত্রের বরাত দিয়ে তিনি এ দাবি করেন।

তবে ওই সূত্রের নাম তিনি প্রকাশ করেননি। ইউক্রেনের সীমান্তে সেনা জড়ো করলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনীতিক বহিষ্কারের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানান বোরেল।

ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী ও সাঁজোয়া যান, ট্যাংক, কামান জড়ো করার খবর সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, ‘কারোরই যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই।’

আমেরিকার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ইউক্রেন সীমান্তে হাজার হাজার রুশ সেনা মোতায়েন করা হলেও তারা সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নন।

ইউক্রেন সম্প্রতি দাবি করেছে, রাশিয়ার সমর্থনপুষ্টরা পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। সম্প্রতি  আমেরিকার কাছ থেকে ড্রোন বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে রাশিয়া।#  

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।