মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করল বিদ্রোহীরা
মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে সেদেশের একটি বিদ্রোহী সংগঠন। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি বা কেআইএ আজ (সোমবার) বলেছে, বিমান হামলার জবাবে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
কাচিন গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান নও বু বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।
তিনি টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।”
তবে তারা কী ধরণের অস্ত্র ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছন তা জানাতে রাজি হননি বিদ্রোহীদের তথ্য কর্মকর্তা।
নিউজ পোর্টাল মিজ্জিমা ডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।