মার্কিন অনুমতি ছাড়া ব্রিটিশ যুদ্ধজাহাজ এমন তৎপরতা চালাতে পারে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i93750-মার্কিন_অনুমতি_ছাড়া_ব্রিটিশ_যুদ্ধজাহাজ_এমন_তৎপরতা_চালাতে_পারে_না_রাশিয়া
রাশিয়া বলেছে, কৃষ্ণ সাগর ব্রিটেনের যুদ্ধজাহাজ যে শত্রুতাপূর্ণ তৎপরতা চালিয়েছে আমেরিকার অনুমতি ছাড়া তা একেবারেই অসম্ভব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৫, ২০২১ ২১:৪৬ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়া বলেছে, কৃষ্ণ সাগর ব্রিটেনের যুদ্ধজাহাজ যে শত্রুতাপূর্ণ তৎপরতা চালিয়েছে আমেরিকার অনুমতি ছাড়া তা একেবারেই অসম্ভব।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা বলেছেন। তিনি বলেন, “হোয়াইট হাউজ এবং পেন্টাগন সাংবাদিকদের বলেছে যে, কৃষ্ণ সাগরের ঘটনা সম্পর্কে ব্রিটেনকে জিজ্ঞেস করুন। কিন্তু কেন? এখনো কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিমাংশে ব্রিটেনের ওই যুদ্ধজাহাজ অপেক্ষা করছে মার্কিন নেতৃত্বাধীন ‘সী ব্রিজ’ মহড়ায় অংশ নেয়ার জন্য। ঘটনার সময় ওই জাহাজে আমেরিকা, ব্রিটেন এবং ইউক্রেনের বিশেষজ্ঞরা ছিলেন। এ অবস্থায় এটি অসম্ভব যে, 'বড় ভাই' এর কথা মতো ব্রিটিশ যুদ্ধজাহাজ শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় নি।" নিজের টেলিগ্রাম চ্যানেলে এসব কথা লিখেছেন মারিয়া জাখারোভা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছিল যে, কৃষ্ণসাগরের নৌবহর ব্রিটেনের একটি ডেস্ট্রয়ারকে রাশিয়ার পানিসীমা লঙ্ঘনে বাধা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫