কোপা আমেরিকা: চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
https://parstoday.ir/bn/news/world-i94070-কোপা_আমেরিকা_চিলিকে_১_০_গোলে_হারিয়ে_সেমিফাইনালে_ব্রাজিল
চলমান কোপা আমেরিকায় শক্তিশালী চিলির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ০৩, ২০২১ ০৮:৩১ Asia/Dhaka
  • কোপা আমেরিকা: চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

চলমান কোপা আমেরিকায় শক্তিশালী চিলির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

আজ (শনিবার) রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। এই ম্যাচে লাল কার্ড পাওয়ায় শেষ পর্যন্ত দশজন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। 

চিলির বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৬ মিনিটে সুপার সাব লুকাস পাকুয়েতা গোল করে এগিয়ে নেন দলকে। 

তবে গোল পাওয়ার এক মিনিট পরই ব্রাজিলের জন্য লজ্জা বয়ে আনেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। বল দখল করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড় ইউজেনিও মেনার মুখে উড়ন্ত লাথি মেরে বসেন ম্যানচেস্টার সিটি তারকা। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাঁকে। নিচু মাথায় লজ্জায় মাঠ ছেড়েছেন জেসুস। কিন্তু দশজনের ব্রাজিলের বিপক্ষেও গোল পায়নি চিলি। তাতে পাকুয়েতার করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ব্রাজিলকে পৌঁছে দেয় সেমিফাইনালে। 

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হাতে নেইমার

সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ গতবার ফাইনালে ওঠা পেরু। রাত ৩টায় শেষ আটে অপর ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় পেরু। 

নির্ধারিত সময় পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসীত ছিল। লাল কার্ড দেখেন দুই দলের একজন করে খেলোয়াড়। গতবারের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।