রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে
https://parstoday.ir/bn/news/world-i94222-রাশিয়ার_নিখোঁজ_বিমানের_ধ্বংসাবশেষ_পাওয়া_গেছে
অবশেষে রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ওখোতস্ক সাগরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৬, ২০২১ ১৭:২২ Asia/Dhaka
  • রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

অবশেষে রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ওখোতস্ক সাগরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করা হচ্ছে।

এর আগে রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলে ২৮ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হয়। বিমানটি কামচাটকা উপদ্বীপের প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাচ্ছিল। পথে তা নিখোঁজ হয়। উড়োজাহাজটি নির্ধারিত সময়ে পালানায় অবতরণ করেনি।

স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটি পরিচালনা করে আসছিল। উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের মধ্যে শিশুও আছে বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।