কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ; শিশুসহ নিহত ১৩
https://parstoday.ir/bn/news/world-i96482-কাবুল_বিমানবন্দরে_বিস্ফোরণ_শিশুসহ_নিহত_১৩
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা। এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে বাইরে দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২৬, ২০২১ ২১:৫৪ Asia/Dhaka
  • কাবুল বিমানবন্দরের বিস্ফোরণে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে
    কাবুল বিমানবন্দরের বিস্ফোরণে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা। এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে বাইরে দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

মার্কিন সেনাবাহিনীও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। মার্কিন বাহিনী বলেছে, একটি বিস্ফোরণ সম্ভবত আত্মঘাতী হামলা ছিল। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে তাদের সেনারাও রয়েছে। কাবুলের ইমার্জেন্সি হাসাপাতাল এক টুইটার পোস্টে বলেছে, এরইমধ্যে ৩০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে আহতদের কয়েকজন

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে- কাবুল বিমানবন্দরের বাইরে দুটি বোমা হামলা হয়েছে। বিমানবন্দরের বাইরে যেখানে ভিসার কাজ চলছিল সেখানে ওই হামলা চালানো হয়।

তালেবান যোদ্ধারা কাবুল দখল করার পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। সে কারণে প্রতিদিন কাবুল বিমানবন্দরে অস্বাভাবিক মাত্রায় মানুষের ভিড় ও গোলযোগ দেখা যাচ্ছে।

 আজকের বিস্ফোরণের আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে, কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৬