ভারতকে কাশ্মীরের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে
https://parstoday.ir/bn/news/world-i96998-ভারতকে_কাশ্মীরের_ভাগ্য_নির্ধারণের_অধিকার_দিতে_হবে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে নিজেদেরন ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ইমরান খান আজ (সোমবার) এ কথা বলেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৮:৪৩ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে নিজেদেরন ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ইমরান খান আজ (সোমবার) এ কথা বলেন।

তিনি বলেন, কাশ্মীরি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে তা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে দিল্লির। ইমরান খান বলেন, আমরা আমাদের পক্ষ থেকে মৌলবাদী ভারতের প্রকৃত চেহারা উন্মোচিত করার কাজ অব্যাহত রাখব।

কাশ্মীরি জনগণের ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর নির্যাতন (ফাইল ফটো) 

১৯৬৫ সালে ৬ সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু এবং নিহতদের স্মরণে পাক সরকার আজ প্রতিরক্ষা দিবস পালন করছে।

ইমরান খান বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে কখনো ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি মেনে নেয় নি এবং তারা নিকট অতীতে পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেছে।#

পার্সটুডে/এসআইবি/৬