রাশিয়া ন্যাটোর সদস্য হবে না: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i97750-রাশিয়া_ন্যাটোর_সদস্য_হবে_না_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোললটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২১ ২১:৪৭ Asia/Dhaka
  • স্টোলটেনবার্গ (বামে) ও ল্যাভরভ
    স্টোলটেনবার্গ (বামে) ও ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোললটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, "নিজেদের ভাগ্য বাজিয়ে দেখবেন না। রাশিয়া ন্যাটো জোটের সদস্য হচ্ছে না।"

সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের কাছে অনেকটা হাস্যরস করে এই মন্তব্য করেন। তিনি বিষয়টি এমনভাবে বলেছেন যেন বৈঠকে বসার আগে সাংবাদিকরা অনেকেই জল্পনা করে থাকতে পারেন যে, ব্রাসেলস মস্কোকে ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করতে পারে

বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে বলা হয়েছে- ল্যাভরভ এবং স্টোলটেনবার্গ রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের বর্তমান সম্পর্কের ধরন নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে রুশ পক্ষ অবধারিতভাবে ন্যাটোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে যাতে দু পক্ষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়িয়ে উত্তেজনা কমানো যায়

চলতি বছরের প্রথম দিকে রাশিয়ার সঙ্গে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ন্যাটো মহাসচিব। সেই প্রস্তাবের অংশ হিসেবে ল্যাভরভের সঙ্গে স্টোলটেনবার্গ বৈঠক করেছেন বলে মনে করা হচ্ছে#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।