ক্রিমিয়া চিরজীবনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i99654-ক্রিমিয়া_চিরজীবনের_জন্য_রাশিয়ার_সঙ্গে_যুক্ত_হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সবসময় এটি রাশিয়ার অংশই থাকবে। রাশিয়ার 'জাতীয় ঐক্য দিবস' উপলক্ষে দেয়া ভাষণে পুতিন একথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৬, ২০২১ ১৮:৪২ Asia/Dhaka
  • \\\'জাতীয় ঐক্য দিবস\\\' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন পুতিন
    \\\'জাতীয় ঐক্য দিবস\\\' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সবসময় এটি রাশিয়ার অংশই থাকবে। রাশিয়ার 'জাতীয় ঐক্য দিবস' উপলক্ষে দেয়া ভাষণে পুতিন একথা বলেন।

তিনি বলেন, “আমাদের দেশ ঐতিহাসিক ঐক্য ফিরে পেয়েছে। এই জীবন্ত ও অবিভাজ্য ঐক্য বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলের জন্য জনগণের মনে সবসময় অনুভূত হবে।”

 ২০১৪ সালে ইউক্রেন থেকে ভাগ হয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। তার স্মরণে পুতিন রাশিয়ার গৃহযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেন। এ সময় পুতিন বলেন, ক্রিমিয়া এখন থেকে চিরদিনের জন্য রাশিয়ার; এটি রাশিয়ার সার্বভৌম অংশ। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হওয়ার পর ইউক্রেনের সঙ্গে মস্কোর সম্পর্ক চরমভাবে অবনতি হয়।

জাতীয় ঐক্য দিবসে রাশিয়ায় সরকারি ছুটি পালিত হয়। ২০০৪ সালে পুতিনের প্রশাসন এ দিবস চালু করে। ১৬১২ সালে পোল্যান্ডের কাছ থেকে মস্কো মুক্ত করার স্মৃতি হিসেবে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কমিউনিস্ট অক্টোবর রেভ্যুলেশন ডে’র পরিবর্তে দিবসটি চালু করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৬