পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান
কথাবার্তা: প্রবৃদ্ধি কমে ৬.৫ শতাংশ হবে, পাচারের অর্থ ফেরত পেতে তৎপরতা নেই
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৩০ নভেম্বর (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি। দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করেছে। তবে ঢাকার দৈনিকগুলোতে অর্থনীতি সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছে।
আসরের শুরুতেই ঢাকা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম তুলে ধরছি।
- প্রবৃদ্ধি কমে ৬.৫ শতাংশ হবে: দৈনিক বাংলা
- মানুষের হাতে টাকা ধরে রাখার প্রবণতা বাড়ছে, ব্যাংকে কমছে উদ্বৃত্ত তারল্য : ইত্তেফাক
- পাচারের অর্থ ফেরত পেতে তৎপরতা নেই: সমকাল
- বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত: প্রণয় ভার্মা: বাসস
- সোহরাওয়ার্দীতে অনুমতি, নয়াপল্টনেই অনড় বিএনপি,বাড়াবাড়ি করলে ব্যবস্থা- তথ্যমন্ত্রী: যুগান্তর
- কভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ: কালের কণ্ঠ
- কাতারের পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার: যায়যায়দিন
ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- ‘ন্যায়বিচারের' আশা! এগারো জন ধর্ষকের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন বিলকিস বানো: আনন্দবাজার
- দিল্লি মারকায পুরো খুলতে চাবি দিন মাওলানা সাদকে: পুলিশকে নির্দেশ দিল্লি হাইকোর্টের: পুরের কলম
- তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রতিবাদ, মঙ্গলেও উত্তাল বিধানসভা: আজকাল
- গণতন্ত্রকে ভাঙছে বিজেপি-আরএসএস-এর বুলডোজার : বৃন্দা কারাত- গণশক্তি
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
প্রবৃদ্ধি কমে ৬.৫ শতাংশ হবে: দৈনিক বাংলা
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা লাগতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে। চলতি অর্থবছরে (২০২২-২৩) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মূল্যায়ন সংস্থা ফিচ সলিউশনস। গত অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। যদিও বাংলাদেশ সরকার ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে বাজেটে পূর্বাভাস দিয়েছিল।
মানুষের হাতে টাকা ধরে রাখার প্রবণতা বাড়ছে, ব্যাংকে কমছে উদ্বৃত্ত তারল্য : ইত্তেফাক
মানুষের হাতে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে। ব্যাংকে টাকা রাখার তুলনায় নিজেদের কাছেই নগদ টাকা ধরে রাখছেন অনেকেই। এর ফলে ব্যাংকিং খাতের বাইরে মুদ্রার প্রবাহ বেশি লক্ষ করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের কাছে প্রায় ২ লাখ ৩০ হাজার ৫০০ কোটি টাকা রয়েছে, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড। এক বছরে নগদ টাকা হাতে রাখার পরিমাণ বেড়েছে প্রায় ৩০ হাজার ৩৯০ কোটি টাকা। সব মিলে ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত তারল্য কমছে।
পাচারের অর্থ ফেরত পেতে তৎপরতা নেই: সমকাল
অর্থ পাচার বিষয়ে ২০১০ সালের মামলা ঝুলে রয়েছে এখনও। শুনানির জন্য বারবার সময় বাড়ানো এবং এক শুনানি থেকে পরের শুনানির মধ্যে অনেক লম্বা সময় দেওয়া হচ্ছে। আবার বিশ্বের বিভিন্ন দেশের কাছে তথ্য চেয়ে আশানুরূপ সাড়া মিলছে না। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত শুধু দুদক ৩৪ পাচারকারীর তথ্য চেয়ে অনুরোধ করে একটিও পায়নি। পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য সহায়তা বিষয়ে সাতটি দেশের সঙ্গে চুক্তির অনুরোধ (এমএলএ) দীর্ঘদিন ধরে ঝুলছে। এভাবে পাচার করা অর্থ ফেরত আনার ক্ষেত্রে তৈরি হয়েছে নানা সংকট। সংশ্নিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করছে পাচার করা অর্থ ফেরত আনা-সংক্রান্ত কেন্দ্রীয় টাস্কফোর্স। গতকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় টাস্কফোর্সের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত: প্রণয় ভার্মা
বাংলাদেশকে ভারতের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। এই নীতিতে বাংলাদেশ যেকোনো বিষয়ে সব সময় ভারতের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
সোহরাওয়ার্দীতে অনুমতি, নয়াপল্টনেই অনড় বিএনপি,বাড়াবাড়ি করলে ব্যবস্থা- তথ্যমন্ত্রী: যুগান্তর
ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে পালটাপালটি অবস্থানে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে।
মঙ্গলবার ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনেই সমাবেশ করতে অনড় অবস্থানে বিএনপি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকায় বিএনপির নির্বিঘ্নে সমাবেশের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ ও সেখানে অনুষ্ঠেয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ এগিয়ে আনা হয়েছে। তারপরও যদি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়, বাড়াবাড়ি করা হয়, তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার থেকে ৩ দিন এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার নির্দেশনা: দৈনিক বাংলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ আগামী তিনদিন এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া সড়কের ওই অংশ দিয়ে না যেতে অনুরোধ করা হয়েছে।
বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনে সড়কে উন্নয়নকাজ চলবে বিধায় এই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
কভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ: কালের কণ্ঠ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।
কাতারের পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার: যায়যায়দিন
বিশ্বকাপের খেলার ধারাভাষ্য দেওয়ার সময় কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চেয়েছেন ধারাভাষ্যকার। গত রোববার জার্মানি ও স্পেনের মধ্যকার খেলার ধারাভাষ্য দেওয়ার সময় জার্মানির সাবেক ফুটবলার জান্দ্রো ভাগনার এই উপহাস করেন।
কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী ওই পোশাককে তিনি গোসলের আগে-পরে ব্যবহৃত ঢিলা গাউনের সাথে তুলনা করেন। এরপরই সমালোচনার ঝড় উঠলে ক্ষমাপ্রার্থনা করেন তিনি।
বিশ্বকাপ আয়োজনে মৃত শ্রমিকদের সংখ্যা জানালো কাতার : আমাদের সময়
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য স্টেডিয়ামসহ অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা জানিয়েছেন কাতার ফুটবল বিশ্বকাপ প্রকল্পের প্রধান হাসান আল-তাওয়াদি। তার মতে, টুর্নামেন্টের অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন।
এর আগে কাতার মৃত শ্রমিকদের যে সংখ্যার কথা বলেছিল তা থেকে এই সংখ্যা অনেক বেশি। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এপি ও সিএনএন এ খবর জানিয়েছে।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
'ন্যায়বিচারের' আশা! এগারো জন ধর্ষকের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন বিলকিস বানো: আনন্দবাজার
গণধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিলকিস বানো। গত ১৫ অগস্ট বিলকিসের এগারো জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়। এই এগারো জনের সাজা মকুব করার সপক্ষে শীর্ষ আদালতে গুজরাত সরকারের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, তারা জেলে ‘ভাল আচরণ’ করত। সুপ্রিম কোর্টে গুজরাত সরকারের কৌঁসুলি হলফনামা দিয়ে জানান, দোষী সাব্যস্ত হওয়া এগারো জন চোদ্দ বছর জেল খেটেছে। তা ছাড়া জেলের ভিতর তারা ভাল ব্যবহার করত। তাই তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাতে গোধরা-পরবর্তী দাঙ্গার সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করেন এই এগারো জন। বিলকিসের মেয়ে-সহ পরিবারের ৭ জনকে তাঁর চোখের সামনেই খুন করা হয়।
দিল্লি মারকায পুরো খুলতে চাবি দিন মাওলানা সাদকে: পুলিশকে নির্দেশ দিল্লি হাইকোর্টের: পুরের কলম
বন্ধ নিজামুদ্দিন মারকাযের চাবি তাবলিগি জামাতের আমির মাওলানা সাদকে দিতে তাদের কোনও আপত্তি নেই বলে দিল্লি হাইকোর্টেকে জানিয়েছে দিল্লি পুলিশ। যেহেতু দিল্লির নিজামুদ্দিনে তাবলিগি জামাতের সদর দফতর মারকায ২০২০ সালে করোনা প্রাদুর্ভাবের সময় পুলিশ সিল করে মাওলানা সাদের হাত থেকে চাবি নিয়ে গিয়েছিল, তাই চাবি তাকেই ফেরত দিতে বলেছে আদালত। দিল্লি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জসমিত সিং-এর এজলাসে পুলিশ হলফনামা দিয়ে জানিয়েছে, তারা মাওলানা সাদকে চাবি ফিরিয়ে দিতে রাজি। ২০২১ সালে দিল্লি ওয়াকফ বোর্ড মসজিদ বঙ্গলেওয়ালি এবং মারকার্য ভবনের অন্যান্য অংশে তালাবুন্দির বিরুদ্ধে মামলা করেছিল দিল্লি হাইকোর্টে।
তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রতিবাদ, মঙ্গলেও উত্তাল বিধানসভা: আজকাল
তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রতিবাদ, মঙ্গলবারেও বিক্ষোভে উত্তাল বিধানসভা চত্বর।
বিক্ষোভে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। ঘটনা ঘটেছে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের মন্তব্যকে কেন্দ্র করে। তাঁর মন্তব্যের প্রতিবাদে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি, তবে তা খারিজ করে দেন বিধানসভার স্পিকার। তারপরেই ক্ষোভে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপে বিধায়করা।
রবিবার মালদার রতুয়ায় বক্তব্য রাখছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। সেখানে তাঁর বক্তব্যে আসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ। যদিও যাঁর মন্তব্য ঘিরে এই বিতর্ক, সেই সাবিত্রী মিত্র বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেননি, স্বাধীনতা আন্দোলনে গুজরাটের ভুমিকা নেই। সাবিত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। যদিও তা খারিজ করে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে সাবিত্রীকে সাসপেন্ডের দাবি উঠেছে।
গণতন্ত্রকে ভাঙছে বিজেপি-আরএসএস-এর বুলডোজার : বৃন্দা কারাত- গণশক্তি
বিজেপি-আরএসএস-এর বুলডোজার আমাদের গণতন্ত্রকে ভাঙছে, তা আমাদের ঠেকাতে হবে। একইসঙ্গে তৃণমূলের জঙ্গলরাজ দুর্নীতি শেষ করতে হবে। গোটা দেশ জুড়ে একসাথে আরও ঐক্যবদ্ধ ও জোরদার লড়াইয়ে নামবেন মহিলারা। মঙ্গলবার চনন্দননগরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত একথা বলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।