ডিসেম্বর ২৭, ২০২২ ১৮:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম/ আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • মতামত প্রবাসী শ্রমিকের মজুরি চুরি ও অস্বাভাবিক মৃত্যুর দায় কার?-প্রথম আলো
  • ঢাকার ৭ স্পটে বিএনপির গণমিছিলের প্রস্তুতি-যুগান্তর 
  • নয়া বাস্তবতায় অর্থনীতি, সামনে আরও চ্যালেঞ্জ-মানবজমিন
  • দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে আগামীকাল থেকে-ইত্তেফাক
  • বিবিএস জরিপ দেশে গরু ও ছাগলের সংখ্যা বেড়েছে-কালের কণ্ঠ
  • মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক : প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ওড়িশার হোটেলে রুশ রাজনীতিক ও সঙ্গীর মৃত্যু, পুতিনের হাত?--সংবাদ প্রতিদিন
  • বাংলার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যসচিবের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠক ডাকল নবান্ন- আনন্দবাজার পত্রিকা

 এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক : প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক মেট্রোরেল বাংলাদেশের নগর গণপরিবহন ব্যবস্থায় একটি অনন্য মাইলফলক।আগামীকাল বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ বা বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঢাকা মহানগরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন।

রাজনীতির খবর: প্রথম আলোর শিরোনাম-১৯ দিন ধরে কারাগারে ফখরুলসহ ৪৯৫ জন, জামিন বারবার নাকচ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৯৫ নেতা–কর্মীর কারও জামিন হয়নি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপির এসব নেতা–কর্মীর জামিন একাধিকবার নাকচ হয়েছে। ১৯ দিন ধরে কারাগারে থাকা নেতা-কর্মীরা জামিন পাওয়ার আশায় আবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন। ইতিমধ্যে মির্জা ফখরুল, মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেছেন মহানগর আদালত। বাকিদের জামিন শুনানির জন্য আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দিন ঠিক করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। এ সম্পর্কিত খবর-ইত্তেফাক, যুগান্তরসহ সব দৈনিকে ছাপা হয়েছে। দৈনিকগুলোতে লেখা হয়েছে, ইভিএমের বিভিন্ন ত্রুটির কারণে ভোটগ্রহণে বেশি সময় লেগেছে। ইভিএমের বিভিন্ন ত্রুটির কারণে ভোটগ্রহণে বেশি সময় লেগেছে। আর প্রথম আলোর খবর ইভিএমে ক্রুটিতে ভোট দিতে পারেননি জাপার মেয়র প্রার্থী মোস্তাফিজার। তবে জাপার প্রার্থী সিনক্রিয়েট করেছেন বলে দাবি রিটার্নিং কর্মকর্তার। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, সিইসি বলেছেন ইভিএমে কোনো সমস্যা নেই। তিনি আরও বলেছেন রংপুরে যথেষ্ট ভালো ভোট হয়েছে। 

অন্য এক খবরে লেখা হয়েছে, বিএনপির ছেড়ে দেয়া সংসদীয় আসনে প্রার্থী না দেয়ার চিন্তা আওয়ামী লীগের-প্রথম আলো

নারীর প্রতি সহিংসতা/ নারী নির্যাতন বাড়লেও সরকারি পদক্ষেপ কম-প্রথম আলো

নারীর প্রতি সহিংসতা-নারী নির্যাতন বাড়লেও সরকারি পদক্ষেপ কম প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে,পাঁচ বছর আগের তুলনায় এখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে গড়ে মাসে ৩৫০টি মামলা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৮ সাল থেকে পরবর্তী প্রতিবছরেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা বেড়েছে। এর মধ্যে ব্যাপক করোনা সংক্রমণের দুই বছর ২০২০ সালে সবচেয়ে বেশি ৩৯ শতাংশ এবং ২০২১ সালে ৩৬ শতাংশ বেশি মামলা হয়। ২০১৮ সালের তুলনায় চলতি বছরের ১০ মাসে মামলা বেড়েছে ৫ শতাংশ। অর্থনৈতিক সংকটে সামাজিক চাপের মুখে পারিবারিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেশি হয়েছে। ওই সময়ের সঙ্গে তুলনা করে এখন নারী নির্যাতন কমেছে বলে সন্তোষ প্রকাশের সুযোগ নেই। একথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ, চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। 

বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ ও উন্নয়ন অর্থনীতিবিষয়ক লেখক কল্লোল মোস্তফা তার মতামত কলামে লিখেছে, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নানাভাবে প্রতারিত ও বঞ্চিত হওয়ার ঘটনাগুলো জানা গেল অভিবাসী শ্রমিকদের এক গণসাক্ষ্য থেকে। তিনি লিখেছেন, অভিবাসী শ্রমিকদের যেন মানুষ বলেই বিবেচনা করা হয় না, তারা যেন ‘রেমিট্যান্স মেশিন’। অন্যান্য রপ্তানি পণ্যের সঙ্গে ‘রেমিট্যান্স মেশিন’–এর পার্থক্য হলো, এই মেশিন কোনো সুদৃশ্য শীতাতপনিয়ন্ত্রিত শো রুমে শোভা পায় না, এর কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই, কোনো সার্ভিস সেন্টারও নেই। এই মেশিন জমি–বাড়ি বেচে ধার–দেনা করে নিজেরাই নিজেদের রপ্তানি করে। সরকার তাঁদের কর্মসংস্থানের, জীবনের নিরাপত্তার কোনো দায়িত্ব নেয় না, কিন্তু তাঁদের পাঠানো রেমিট্যান্সের কৃতিত্ব নিতে সামান্য সংকোচও বোধ করে না। এই ‘রেমিট্যান্স মেশিন’ ‘নষ্ট বা বাতিল’ হলে কার কী!

বাংলাদেশ থেকে বৈধভাবে রেমিট্যান্স নেওয়ার পরিমাণ ১০ কোটি ডলার ছাড়িয়েছে-প্রথম আলোর এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশিদের বৈধভাবে রেমিট্যান্স তথা প্রবাসী আয় নেওয়ার পরিমাণ বছর বছর বাড়ছে। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে তা প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই অর্থ দেশীয় মুদ্রায় ৮৫০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ৬০ পয়সা হিসাবে)। বাংলাদেশে কাজ করে বিদেশিরা যে পরিমাণ রেমিট্যান্স নিয়ে গেছেন, তা দেশের একই বছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক শূন্য ২ শতাংশ। বিশ্বব্যাংকের সহায়তায় প্রতিষ্ঠিত  প্রতিষ্ঠান নৌম্যাড এ তথ্য দিয়েছে।

অবশ্য নৌম্যাডের পরিসংখ্যানটি আংশিক। এর কারণ ব্যাংকিং মাধ্যম ছাড়াও অবৈধভাবে রেমিট্যান্স নিজ নিজ দেশে পাঠান বাংলাদেশে কর্মরত বিদেশিরা।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি কর্মীদের বেতন-ভাতার নামে বাংলাদেশ থেকে প্রতিবছর ২৬ হাজার কোটি টাকা পাচার হয়। কম করে ধরলেও বাংলাদেশে আড়াই লাখ বিদেশি কর্মী কাজ করেন। এর মধ্যে পর্যটক ভিসায় এসে কাজ করেন ১ লাখ ৬০ হাজার কর্মী। এসব বিদেশি কর্মী প্রায় ১২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেন।

নয়া বাস্তবতায় অর্থনীতি, সামনে আরও চ্যালেঞ্জ-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সাল ছিল অনিশ্চয়তার বছর। দেশে ব্যাংকিং খাতের অবস্থা কখনোই খুব ভালো ছিল না। এ খাতে নজরদারি ছিল দুর্বল, খেলাপি ঋণের হার ছিল উচ্চ, সরকারি ব্যাংকের ছিল মূলধন ঘাটতি। আর সাম্প্রতিক প্রবণতা হচ্ছে নামে-বেনামে নেয়া ঋণ। বছরের শুরুতে ডলার নিয়ে চরম সংকট ছিল। তবে বর্তমানে নানামুখী উদ্যোগে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। এ ছাড়া খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারে তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে ব্যাংকে টাকা নেই- এমন গুজব কিছুটা সামাল দেয়া সম্ভব হয়েছে। সাধারণ মানুষের আস্থাও সামান্য বেড়েছে। তারপরও ব্যাংক খাত যত আলোচনা-সমালোচনার ঝড় ছিল বছরজুড়ে। এদিকে ব্যাংক খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩৩ হাজার কোটি টাকা। ওদিকে ঋণ জালিয়াতির কারণে তারল্য সংকট দেখা দেয় ইসলামী ব্যাংকগুলোতে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ওড়িশার হোটেলে রুশ রাজনীতিক ও সঙ্গীর মৃত্যু, পুতিনের হাত?-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ওড়িশায় কয়েক দিনের ব্যবধানে মৃত্যু হল দুই রুশ নাগরিকের। ভারতে ঘুরতে এসে একই হোটেলে উঠেছিলেন তাঁরা। রবিবার হোটেলের ৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় পাভেল আন্থভের (Pavel Antov)। বৃহস্পতিবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ভ্লাদিমির বিদেনভকে (Vladimir Bidenov)। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। প্রশ্ন উঠছে, পর পর দুই রুশ নাগরিকের মৃত্যুর কারণ নিয়ে। উল্লেখ্য, পাভেল ছিলেন প্রেসিডেন্ট পুতিনের (Vladimir Putin) ঘোর সমালোচক। প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) বিরোধিতা করেন। সেই জন্যই কি মরতে হল?

গণশক্তি, সংবাদপ্রতিদিনসহ বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে,  বাংলার নেতাদের উপর ভরসা নেই। দলের কোন্দল আর সংগঠন সামলাতে জানুয়ারি থেকে অমিত শাহ (Amit Shah) ও জে পি নাড্ডা (JP Nadda) – দু, তিনমাস পরপরই আসবেন এ রাজ্যে। শাহ ও নাড্ডার লাগাতার বঙ্গ সফরের বিষয়টি দিল্লির তরফে দলের রাজ‌্য শাখাকে জানিয়ে দেওয়া হয়েছে। ৪২টি লোকসভা কেন্দ্রেই যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সর্বভারতীয় সভাপতি। কারণ, দলের আভ‌্যন্তরীণ রিপোর্ট, ২০১৯ এর লোকসভা ভোটে যে ১৮টি আসন পদ্মের ঝুলিতে এসেছিল। কিন্তু বর্তমানে সংগঠনের যা পরিস্থিতি তাতে এই মুহুর্তে লোকসভা ভোট হলে অর্ধেক আসনও বিজেপি পাবে না। তাই ৪২টি লোকসভা কেন্দ্রের হাল-হকিকৎ নিজেরাই দেখে নিতে চাইছেন অমিত শাহ ও জে পি নাড্ডা।

‘রাহুল ডেকেছিলেন, ওরা আসেনি’, ভারত জোড়ো যাত্রায় TMC যোগ না দেওয়ায় কটাক্ষ অধীরের-আজকাল-সংবাদ প্রতিদিনের খবর-এটি। খবরে লেখা হয়েছে, বুধবার থেকে বঙ্গে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। কর্মসূচিতে কি তৃণমূলকে আহ্বান জানানো হবে? সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যেক শাসকদলকে খোঁচা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর কথায়, “রাহুল গান্ধী তৃণমূলকেও আহ্বান জানিয়েছিল। তারা মনে করেছে যোগ দেওয়া উচিত নয়। আসেনি।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭