জুন ২০, ২০১৬ ২০:৪৪ Asia/Dhaka
  • 'ক্রসফায়ারের নামে পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি করে খুন করছে'

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি গাজী আবদুর রশীদ ও সোহেল আহমেদ। আজ ২০ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৯.১১ বিলিয়ন মার্কিন ডলার’–ইত্তেফাক

বাংলাদেশে ‘চেপে বসা’ সরকারকে প্রশ্রয় দেবে না ভারত, আশা বিএনপির-প্রথম আলো

মানব পাচারচেষ্টায় চারজনের জেল-জরিমানা-কালের কন্ঠ

বিদেশে পালিয়ে যাওয়া খুনি দেশে উদয় হলো কিভাবে!বিশ্বজিতের বাবা- মানবজমিন

ক্রসফায়ারে নিহত শরিফের ‘প্রকৃত’ পরিচয় কী?-নয়া দিগন্ত

'নাশকতার জন্যই উত্তরায় অস্ত্রের মজুদ'-বাংলাদেশ প্রতিদিন

আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ-মানবকন্ঠ

গুম-খুন ইস্যুতে আবার সরব হচ্ছে বিএনপি-যায় যায় দিন

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত- যুগান্তর

অশান্ত পরিবেশের জন্য খালেদা জিয়াকে দায়ী করল ১৪ দল -ইনকিলাব

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

-সংবাদ প্রতিদিন

পরিষেবা বজায় রেখে আন্দোলনের পক্ষে সওয়াল বিদ্যুৎমন্ত্রীর-বর্তমান

পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি সিওলের আলোচ্যসূচীতে নেই, জানাল বেজিং- আজকাল

শৃঙ্খলাভঙ্গের আঙুল উঠল সূর্যদের দিকে, মুখর বাংলার নেতারাও-এইসময়

চক্রান্ত-মামলা ঠুকে দিলেন শোভনের স্ত্রী-আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

গুপ্তহত্যা এবং পুলিশের ক্রসফায়ার নিয়ে সারাদেশে বিভিন্নমহলে নানামুখী আলোচনা চলছে। তো আমরা প্রথমে এ দুটি বিষয় নিয়ে পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি।

প্রথম আলোর শিরোনাম: পুরস্কার ঘোষিত নিহত জঙ্গির ‘আসল’ নাম মুকুল রানা

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত পুরস্কার ঘোষিত ছয় জঙ্গির একজন শরিফুলের আসল নাম মুকুল রানা। সাতক্ষীরা থেকে ঢাকায় এসে তিনি কোনো দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন কি না, তা তার পরিবার জানে না। তিনি ঢাকায় কী করতেন, সে খোঁজও জানা নেই পরিবারের। এদিকে, মুকুলের বাবার দাবি মুকুল রানা নিখোঁজ ছিলেন।

আর মানবজমিনের শিরোনাম: বিদেশে পালিয়ে যাওয়া খুনি দেশে উদয় হলো কিভাবে !

খবরে বলা হয়েছে, -ব্লগার অভিজিৎ রায়ের ‘হত্যাকারী’ শরীফুল ইসলাম শরীফ সাকিব ওরফে হাদির ক্রসফায়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ রায়ের পিতা অধ্যাপক অজয় রায়। তিনি বিবিসিকে বলেছেন, কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা আমাকে বলেছেন অভিজিতের হত্যাকারী তিন জন দেশের বাইরে চলে গেছে। হঠাৎ তারা আভির্ভূত হলো কি করে?

দৈনিকটি আরো লিখেছে, শিক্ষক হত্যা চেষ্টায় আটক ফাইজুল্লাহ ফাহিমের পর এবার ক্রসফায়ারে নিহত হয়েছে ব্লগার অভিজিৎ রায়ের ‘খুনি’ শরীফুল ইসলাম শরীফ সাকিব ওরফে হাদি (৩৫)। কিছুদিন আগে তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এছাড়া একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে মানবজমিন লিখেছে, জনমনে সন্দেহের সৃষ্টি করছে।

ক্রসফায়ারের কারণে বিচার ব্যবস্থা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হতে পারে বলে মনে করেন আইন ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এসব ঘটনায় অপরাধের বিচার ও তদন্ত প্রক্রিয়ার প্রতি মানুষের সংশয় সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, মনে হচ্ছে রাষ্ট্রের আইন ও সংবিধান কোনভাবেই কাজ করছে না। একজন মানুষকে রিমান্ডে নেয়া হলো জিজ্ঞাসাবাদের জন্য। সেখান থেকে তাকে অস্ত্র উদ্ধারের জন্য নেয়া হলো আর ক্রসফায়ারের নামে গুলি করে মেরে ফেলা হলো। এটা অবিশ্বাস্য। সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, ‘আমার তো মনে হয় দেশে কারও কোন সন্দেহ নাই যে, পুলিশ তাদের ইচ্ছাকৃতভাবে মেরে ফেলছে।

ক্রসফায়ারে - গুপ্তহত্যার তদন্ত-যায় যায় দিন

ক্রসফায়ারের বেশিরভাগ ঘটনা ঘটে রাতের অন্ধকারে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি ঘটনার একই বর্ণনা দেয়। বলা হয়, বন্দুকযুদ্ধের কথা। কিন্তু হতাহত হয় এক পক্ষে। ফলে এসব বর্ণনার সত্যতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়

একের পর এক সন্দেহভাজন খুনি ও জঙ্গিরা র‌্যাব-পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় ধামাচাপা পড়ছে চাঞ্চল্যকর গুপ্তহত্যার রহস্য। মুখ থুবড়ে পড়ছে স্পর্শকাতর এসব মামলাসহ বেশকিছু মামলার তদন্ত। এ সুযোগে কিলিং মিশনের অন্য সদস্যদের পাশাপাশি নেপথ্য মদদদাতারাও বরাবরের মতো থেকে যাচ্ছে অধরা। এতে টার্গেট কিলিংয়ের পথ আরো প্রশস্ত হচ্ছে। ভেঙে পড়ছে মানবাধিকার ও আইনের শাসন; জনমনে তৈরি হচ্ছে প্রশাসন তথা সরকারের প্রতি অনাস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দুর্বলতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

এদিকে এ ধরনের সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারের পর র‌্যাব-পুলিশের হেফাজতে ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় বইছে। বিশেষ করো স্বার্থে উদ্দেশ্যমূলকভাবে এসব বিচারবহির্ভূত হত্যাকা- ঘটানো হচ্ছে কিনা তা নিয়েও চলছে নানামুখী সমালোচনা। পাশাপাশি এ অপতৎপরতা বন্ধে দেশি-বিদেশি মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলো নানা আন্দোলনে সোচ্চার হয়ে উঠেছে।

'নাশকতার জন্যই উত্তরায় অস্ত্রের মজুদ'-বাংলাদেশ প্রতিদিন

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্যই উত্তরার খালে অস্ত্র ও গুলি মজুদ করা হয়েছিল। সোমবার বেলা ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, উত্তরার খালে অস্ত্র ও গলি মজুদ রাখা গভীর ষড়যন্ত্রের অংশ। এটা সাধারণ অপরাধীদের কাজ নয়। দেশে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তারাই এ অস্ত্র রেখেছিল। তিনি বলেন, এ ধরনের অস্ত্র পুলিশই ব্যবহার করে। তবে পুলিশের ব্যবহৃত অস্ত্রে নির্মাণকারী দেশের নাম লেখা থাকে। উদ্ধারকৃত অস্ত্রে কোন দেশের নাম ছিল না। শুধু সিরিয়াল নম্বর রয়েছে।

সাঁড়াশি অভিযানে ঘুষ, এসআই ক্লোজড-বাংলাদেশ প্রতিদিন

বিশেষ অভিযানে নিরীহ মানুষকে ধরে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে মাগুরা সদর থানার এসআই নিমাই চন্দ্র দেবনাথকে ক্লোজ করা হয়েছে। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জনিয়েছেন মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ।

বাংলাদেশে ‘চেপে বসা’ সরকারকে প্রশ্রয় দেবে না ভারত, আশা বিএনপির-প্রথম আলো/কালের কণ্ঠ

জনগণের ওপর চেপে বসা’ সরকারকে প্রশ্রয় না দিয়ে ভারত বাংলাদেশের ‘গণতন্ত্রকামী’ মানুষের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ব্যর্থ হয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার চালিয়েছে। ভারত আমাদের প্রতিবেশী শুধু নয়, অকৃত্রিম বন্ধু’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময় প্রত্যাশা করব, ভারতবর্ষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গেই থাকবে। তারা এমন কোনো শক্তি বা সরকারকে প্রশ্রয় দেবে না, সহযোগিতা করবে না, যারা জনগণের ওপর চেপে বসা।’

তনু হত্যার তিন মাস-আবার তনুর হত্যাকারীদের বিচার চাইলেন মা-প্রথম আলো

কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম বলেছেন, হত্যাকাণ্ডের তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত বিচার হয়নি। গরিব বলে কি মেয়ে হত্যার বিচার পাবেন না—এমন প্রশ্ন রাখেন তিনি।

তনুর মা বলেন, ‘সেনাবাহিনী মেয়ের সব স্মৃতি নিয়ে গেছে। ওরা ডায়েরি নিয়ে গেছে, বাসা থেকে সব অ্যালবাম নিয়ে গেছে। বিচার হতে দেওয়া হচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমরা আমার মেয়ের হত্যার বিরুদ্ধে কথা বলি।’ অবিলম্বে তনুর হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত-যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।সোমবার ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বদু মিয়া (৩০) ও ভুট্টো (২৯)। নিহত বদু মিয়ার বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামে। আর ভুট্টোর বাড়ি একই ইউনিয়নের দেবপুর গ্রামে। চাড়ালডাঙ্গা বিজিবি কর্মকর্তা নায়েক সুবেদার বাবুল মিয়া জানান, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশী নিহত হয়েছেন। তাদের লাশ বিএসএফের হেফাজতে আছে জানিয়ে তিনি বলেন, বিকাল ৪টার দিকে কমান্ডিং অফিসার পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকের পর লাশ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

মীর কাসেমকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে-মানবকন্ঠ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম জানিয়েছেন, সোমবার বেলা ১২টার দিকে মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

গত ১৯ জুন মীর কাসেমের খালাস চেয়ে আপিলের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন।

পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ পায়। তবে রিভিউ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা পর্ব শেষ হওয়ার পরেই দণ্ড কার্যকর করার উদ্যোগ নিতে পারবে সরকার।

হতদরিদ্রদের সরকার নির্ধারিত মূল্যে মাসে ৩০ কেজি চাল দেয়া হবে-কালেরকন্ঠ

আগামী অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে কার্ড প্রদানের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। আজ সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

প্রতিবছরই রফতানি বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে-মানবকন্ঠ

প্রতিবছরই রফতানি বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। রফতানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি হয়েছে। ফলে বাণিজ্য ঘাটতি কমছে। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিগত কয়েক অর্থ বছরের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থ বছরে রফতানির পরিমাণ ছিল ২২ হাজার ৯২৪ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না রাহুলের-বর্তমান

জন্মদিনেও কটা‌ক্ষের কাঁটা হয়ে রইল পারিবারিক ইতিহাসই৷ এ নিয়ে মুখে কেউ আলোচনা না করলেও চাপা গুঞ্জনে অনেকেই বলছেন, ৪৬ বছর বয়সে একবার প্রধানমন্ত্রিত্ব করে ফেলেছিলেন রাহুলের প্রয়াত পিতা রাজীব গান্ধী৷ ঘটনাচক্রে এদিন ছিল ফাদারস ডে-ও৷ এই সুযোগ কাজে লাগিয়েই অনেকেই রাহুলকে বাবার কথা মনে করিয়ে দিয়েছেন৷ আর তাতেই তুল্যমূল্য বিচারে প্রশ্ন উঠেছে যোগ্যতা নিয়ে৷ পাঁচ রাজ্যে নির্বাচনী ভরাডুবির পর রাহুলের নেতৃত্ব নিয়ে অনেক সিনিয়র নেতাই প্রকাশ্যে মুখ খুলেছেন৷

টপার কেলেঙ্কারি, গ্রেপ্তার প্রাক্তন বোর্ড চেয়ারম্যান-আজকাল

পাটনা:‌ বিহারে টপার কেলেঙ্কারির জের। প্রাক্তন বোর্ড চেয়ারম্যান লোকেশ্বর প্রসাদ সিং এবং তাঁর স্ত্রী ঊষা সিংকে সোমবার সকালে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌। অভিযোগ, বিহারে বোর্ডের পরীক্ষায় টাকা নিয়ে ভাল ফল করার কারবারে যুক্ত এঁরা। এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলে অসঙ্গতি সামনে এলে ৮ জুন চেয়ারম্যান পদ ছাড়েন লোকেশ্বর। এরপর লোকেশ্বর এবং তাঁর স্ত্রী গা ঢাকা দেন।

বুধবার ইতিহাস গড়বে ইসরো, মহাকাশে যাবে ২০টি উপগ্রহ-সংবাদ প্রতিদিন

আর মাত্র কয়েক ঘণ্টা৷ তারপরই ইতিহাস সৃষ্টি করবে ইসরো৷ একই সঙ্গে ২০টি স্যাটেলাইট যাত্রা করবে মহাকাশের উদ্দেশ্যে৷ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বুধবার সকাল ৯.২৬ মিনিটে উৎক্ষেপণ হবে উপগ্রহগুলির৷

চক্রান্ত-মামলা ঠুকে দিলেন শোভনের স্ত্রী-আনন্দবাজার

নারদ-কাণ্ডের তদন্তভার আগেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ বার নারদ স্টিং নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করলেন রাজ্যের এমন এক মন্ত্রীর স্ত্রী, যাঁর স্বামী নিজেই ওই ঘুষ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত!

মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় যে অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে জালিয়াতি, ষড়যন্ত্র-সহ চারটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই মামলার তদন্ত করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০