ফার্সি ভাষায় শাহর شهر মানে শহর (১৪১তম পর্ব)
পাঠক ! ইরানে ত্রিশটি প্রদেশ আছে । লোরেস্তান ইরানের অন্যতম একটি আকর্ষণীয় ও দর্শণীয় স্থান। ইরানের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ীয়া এলাকায় অপেক্ষাকৃত ঠণ্ডা আবহাওয়াময় অঞ্চলে অবস্থিত লোরেস্তানের নৈসর্গিক সৌন্দর্য যে কাউকেই বিমোহিত করবে ।
এখানকার অধিবাসীরা মূলত লোর এবং তারা লোরী ভাষায় কথা বলে । লোরী ভাষা প্রায় ফার্সী ভাষার মত এবং এটি ইরানের একটি ভাষা হিসেবে গণ্য। এখানকার জনগণ খুবই উদার ও অতিথিপরায়ণ। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে লোরেস্তান প্রদেশটির বেশ গুরুত্ব রয়েছে। এ প্রদেশের কেন্দ্রীয় শহর খুররামাবাদ ইরানীদের সর্বপ্রথম বসতিগুলোর একটি। এখানকার গুহা ও প্রত্ততাত্ত্বিক নিদর্শন এর প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী। মুহাম্মদ আজ একজন লোরী ছাত্রের সাথে পরিচিত হবে। আমরা প্রথমে তাদের আলাপচারিতা জেনে নেই । তার আগে আরো নতুন শব্দ ও সেগুলোর অর্থের সাথে পরিচিত হই ।
ببخشيد - زبان - شما صحبت مي کنيد - ترک - لر - لري - شما هستيد - ما هستيم - ما صحبت مي کنيم - اهل - لرستان - اسم - دوستم - من مي دانم - غرب - تا به حال - شما رفته ايد - متاسفانه - استان - هنوز - من نديده ام - منطقه - کوهستاني - آن قرار دارد - به لحاظ - تاريخي - طبيعي - جاذبه - آن جاذبه دارد - کشور - قديمي - شهر - ما مي بينيم - ما مي توانيم ببينيم - آثار تاريخي - همين طور است - تو مي داني - خوب است بداني - مربوط به - ৪০ هزار - ৫০ هزار - حدود - پيش - دوره - پيش از - تاريخ - دوره پيش از تاريخ - شگفت آور - غار - مربوط به - وجود دارد - قديمي ترين - وسايل - برنزي - آن كشف شده است - حتما" - موزه - البته -
ক্ষমা করবেন / ভাষা / তোমরা কথা বল / তুর্কী জাতী / লোর জাতী / লোরী ভাষা / তোমরা হচ্ছ / আমরা হচ্ছি /আমরা কথা বলি /অধিবাসী / ইরানের একটি প্রদেশের নাম/ নাম /আমার বন্ধু/ আমি জানি / পশ্চিম /অদ্যাবধি/ আপনি গিয়েছেন /দুঃখের বিষয়/ প্রদেশ / এখনও / আমি দেখি নি / অঞ্চল / পার্বত্য / সেটি অবস্থিত / কোন বিশেষ দৃষ্টিকোণ থেকে / ঐতিহাসিক / প্রাকৃতিক / আকর্ষণ / সেটির আকর্ষণ আছে / দেশ /প্রাচীন/ শহর / আমরা দেখবো / আমরা দেখতে পারবো / ঐতিহাসিক নিদর্শন / ঠিক এমনটিই / তুমি জান / আরো জেনে নাও / সম্পর্কিত / ৪০ হাজার /৫০ হাজার / প্রায় /পূর্বে / কালপর্ব / পূ্ের্ব / ইতিহাস / প্রাগৈতিহাসিক / অসাধারণ / গুহা / সম্পর্কিত / অস্তিত্ব আছে / প্রাচীণতম / সামগ্রী / ব্রোঞ্জ / সেটি আবিষ্কৃত হয় / অবশ্যই / যাদুঘর / অবশ্যই /
অর্থসহ নতুন শব্দগুলো জেনে নেওয়া গেল। মুহাম্মদ বিশ্ববিদ্যালয়ের রেস্তোরাঁয় বসে দুপুরের খাওয়া খাচ্ছে । একই টেবিলের অন্যপাশে বসা দু'জন ছাত্র অন্য কোন ভাষায় কথা বলছে । মুহাম্মদের কাছে তাদের ভাষাটা বোধগম্য হলনা । তাই মুহম্মদ নিজেই উৎসুক হয়ে তাদের একজনের সাথে কথা শুরু করল। আসুন এবার আমরা তাদের আলাপচারিতা জেনে নেই।
محمد - ببخشيد ! شما به چه زباني صحبت مي کنيد ؟ آيا شما ترک هستيد ؟ مسعود - نه ما لر هستيم و به زبان لري صحبت مي کنيم .محمد - زبان لري ؟ مسعود - ما اهل لرستان هستيم . اسم من مسعود است و اهل خرم آباد هستم . اين دوستم حامد است . محمد - لرستان ! بله ، مي دانم که لرستان در غرب ايران است . مسعود - آيا تا به حال به لرستان رفته ايد ؟ محمد - نه . متاسفانه من خيلي از استان هاي ايران را هنوز نديده ام . مسعود - لرستان در منطقه اي کوهستاني قرار دارد . اين منطقه هم به لحاظ تاريخي و هم به لحاظ طبيعي ، جاذبه هاي زيادي دارد . محمد - کشور شما بسيار قديمي است و مي توانيم در هر شهري، آثار تاريخي متعددي را ببينيم. مسعود - همين طور است . اما خوب است بداني که آثار باستاني لرستان مربوط به حدود ৪০ تا ৫০ هزار سال پيش است . يعني دوره پيش از تاريخ /محمد - شگفت آور است . مسعود - در لرستان ، غارهاي زيادي مربوط به دوره پيش از تاريخ وجود دارد . قديمي ترين وسايل برنزي در استان لرستان كشف شده است . محمد - پس حتما" در اين استان موزه هاي بسياري هم وجود دارد . مسعود - بله . البته .
মুহাম্মদ- মাফ করবেন।আপনারা কোন ভাষায় কথা বলছেন ? আপনারা কি তুর্কী ? মাসউদ- না । আমরা লোর এবং লোরী ভাষায় কথা বলছি ।মুহম্মদ - লোরী ভাষা ?মাসউদ - আমরা লোরেস্তানের অধিবাসী । আমার নাম মাসউদ , আমি খুররামাবাদের অধিবাসী । ও আমার বন্ধু হামেদ ।মুহাম্মদ -লুরেস্তান ! হ্যাঁ , আমি জানি লুরেস্তান ইরানের পশ্চিমে অবস্থিত ।মাসউদ - কখনো লোরেস্তানে গেছেন?মুহাম্মদ- না। পরিতাপের বিষয় আমি ইরানের অনেক প্রদেশ এখনো দেখি নি।মাসউদ- লোরেস্তান পাহাড়ীয়া এলাকায় অবস্থিত।এখানে প্রাকৃতিক ও ঐতিহাসিক বহু আকর্ষণীয় স্থান রয়েছে। মুহাম্মদ- তোমাদের প্রদেশটি অনেক প্রাচীন এবং এর প্রতিটি শহরেই বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শণ দেখতে পাওয়া যায়। মাসউদ- ঠিক তাই! তবে জেনে রাখা ভালো যে, লোরেস্তানের প্রততাত্ত্বিক নিদর্শন প্রায় ৪০ থেকে ৫০ হাজার বছর পূর্বের অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের। মুহম্মদ বিস্ময়কর! ।মাসউদ - লোরেস্তানে প্রাগৈতিহাসিক কালের পূর্ববর্তী অনেক গুহা রয়েছে । প্রাচীনতম ব্রোঞ্জ সামগ্রী লোরেস্তানে আবিষ্কৃত হয়েছে।মুহাম্মদ- তাহলে অবশ্যই এ প্রদেশে অনেক যাদুঘরও রয়েছে ।মাসউদ - হ্যাঁ । অবশ্যই ।মাসউদ মুহাম্মদকে লুরেস্তানের প্রত্মতাত্তিক নিদর্শন এবং লোরেস্তানের প্রাচীনত্ব সর্ম্পকে বলে। এখানে প্রাগৈতিহাসিক তথা প্রস্তরযুগ ও শিকারযুগের সতেরটি গুহা আছে। অনেক বিদেশী ও ইরানী প্রততত্ত্ববিদ এসব গুহা নিয়ে গবেষণা ও খননকার্য চালিয়েছেন। লোরেস্তানকে ব্রোঞ্জ সভ্যতার সূতিকাগার বলা হয় । পৃথিবীর বিখ্যাত যাদুঘরগুলোতে সংরক্ষিত প্রাচীনতম ব্রোঞ্জ সামগ্রী লোরেস্তান থেকে আবিষ্কৃত হয়েছে। তারা লোরেস্তান নিয়ে কথা বলতে থাকে। আগামী অনুষ্ঠানে লোরেস্তান সর্ম্পকে আরো অনেককিছু শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি ।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।