কথাবার্তা: পরিস্থিতি কঠিন হতে পারে- কাদের : ভুল পথে বাংলাদেশ- মতিউর রহমান
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ২৪ ঘন্টায় ৭০৬ জনের করোনা শনাক্ত, সুস্থ্য আরও ১৩০-দৈনিক সমকাল
- ঢামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু-দৈনিক কালের কণ্ঠ
- করোনা পরিস্থিতি আরও কঠিন হতে পারে, প্রস্তুত থাকুন-ওবায়দুল কাদের–যুগান্তর অনলাইন
- ৯০ লাখ ২৫ হাজার পরিবাররকে খাদ্য সহায়তা দিয়েছে আওয়ামী লীগ-দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ-দৈনিক মানবজমিন
- সুস্থ মানুষকে আক্রান্ত করতেই করোনা পার্টি করা হচ্ছে যুক্তরাষ্ট্রে! -বাংলাদেশ প্রতিদিন
- করোনার শত শত রুপ-প্রথম আলো
ভারতের শিরোনাম:
- ভারতে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৮৯ , আক্রান্ত ৩৫৬১ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- করোনা সংকটের গুরুত্ব অনেক আগে বুঝেছেন, মোদির প্রশংসায় অমর্ত্য সেন-দৈনিক সংবাদ প্রতিদিন
- বিশাখাপত্তনমে বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় উদ্বেগ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনাভাইরাসের সর্বশেষ আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়ছে। একনজরে সেসব খবর দেখে নেয়া যাক।
বিশ্ব করোনা পরিস্থিতি:

বিশ্বের ২১২ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা।থমকে গেছে বিশ্ব। দৈনিক যুগান্তর লিখেছে, বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৮,২০,৬৮৯ - জন, মৃতের সংখ্যা ২,৬৫,০৯৪ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩,০৩,০৭৯ জন। প্রথম আলোর শিরোনাম –জার্মানীতে করোনা উপসর্গের ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানে একদিনে সর্বোচ্চ ১,৫২৩ জনের করোনা শানাক্ত। মানবজমিনের কয়েকটি খর-করোনায় আক্রান্ত রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী। ইতালিতে একদিনে রেকর্ড সংখথ্যক রোগী সুস্থ। জার্মিানীতে লকডাউন বাড়লেও শিথিল হয়েছে বিধি নিষেধ।
লাশের সারি দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্রে। মৃত্যু ৭৫ হাজার ছুঁই ছুঁই করছে- এ শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে,চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র।প্রথম দিকে মহামারীকে গুরুত্ব না দেয়া ডোনাল্ড ট্রাম্প সরকার এখন কোভিড-১৯ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন।মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন দেশটির প্রায় ৭৫ হাজার মানুষ।আক্রান্ত ও মৃত্যু কোনোটিতেই যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ।করোনায় প্রাণহানি ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬৩ হাজার ২২৪ জন। আর মারা গেছেন ৭৪ হাজার ৮০৯ জন।সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৩ হাজার ১০৯ জন।দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৯ লাখ ৭৫ হাজার ২৯২টি। অপরদিকে ১৫ হাজার ৮২৭ জনের অবস্থা আশঙ্কাজনক।যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
বাংলাদেশের করোনা পরিস্থিতি:

বিশ্বের সাথে সাথে করোনায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২,৪২৫ জন । আর সুস্থ্য হয়েছেন ১,৯১০জন। প্রথম আলোসহ প্রায় সব অনলাইন সংস্করণের খবর। এতে বলা হয়েছে ঢাকায় করোনায় মৃত্যু মোট ১০০ জন। করোনায় আক্রান্ত হয়ে ফারসইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি মারা গেছেন। এদিকে আগামী ৩০ মে পর্যন্ত স্কুল কলেজ বন্ধের আদেশ জারি করেছে সরকার।
ভুল পথে হাঁটছে বাংলাদেশ-সিনিয়র সংবাদিক মতিউর রহমান চৌধুরী তাঁর পত্রিকা মানবজমিনে এ শিরেনামের প্রতিবেদনে লিখেছেন,
সরকারি রিপোর্টে আশঙ্কা করা হয়েছে করোনা মহামারিতে এক লাখ মানুষ আক্রান্ত হতে পারেন। জাতিসংঘের আশঙ্কা ঢের বেশি। এ নিয়ে বিতর্ক হতে পারে। কেউ কেউ হয়তো একমত হবেন। অনেকে উড়িয়ে দেবেন। যদিও শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ফেসবুক পেজে নানা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। সবশেষ তিনি বলেছেন, জনগণ সচেতন না হলে বিধ্বংসী হতে পারে এই পরিস্থিতি। জনগণের ওপর সব দোষ চাপিয়ে দিলে তো হবে না। আপনারাই তো একদিকে ছুটি বাড়াচ্ছেন, অন্যদিকে সবকিছু খুলে দিচ্ছেন। এই স্ববিরোধিতার মধ্যে জনগণ যাবে কোথায়? এটা নতুন কি!শুরু থেকেই আমরা সমন্বয়হীনতা দেখে চলেছি।
বায়ুদূষণে বিশ্বে প্রথম ঢাকা, করোনাভাইরাসকে ভয়ঙ্কর করার আশঙ্কা-দৈনিক মানবজমিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে,বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও প্রথম অবস্থানে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ সকাল ৮টা ২১ মিনিটে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) এ ঢাকার গড় স্কোর ছিল ২২৭ যার অর্থ ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা বিবেচনা করা যেতে পারে।চীনের রাজধানী বেইজিং এবং আফগানিস্তানের রাজধানী কাবুল যথাক্রমে ১৭০ ও ১৫৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। গতকালই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আশঙ্কা প্রকাশ করেছিল, বাংলাদেশের উচ্চ মাত্রার বায়ু দূষণ করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।বায়ু দূষণ নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিনএয়ারের (সিআরইএ) এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এমন আশঙ্কার কথা জানায় বাপা।সিআরইএ-র ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বায়ুদূষণের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিক্রিয়ায় বাংলাদেশে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুসের ক্যানসারসহ নানা ধরনের শারীরিক অক্ষমতায় ভুগছে বা কেমোথেরাপির মতো চিকিৎসা নিচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
বিশাখাপত্তনমে বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা-দৈনিক আজকাল/সংবাদ প্রতিদিন ও গণশক্তি

মৃত্যুমিছিল বাড়ছে বিশাখাপত্তনমের গোপালপত্তনমে। রাসায়নিক কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের ছোবলে বহু মানুষ। হাসপাতালে কাতারে কাতারে অসুস্থ মানুষের ভিড় বাড়ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী,প্রেসিডেন্ট , স্বরাষ্ট্রমন্ত্রী। ঐ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য দুঃখপ্রকাশ ও সমবেদনা জানিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফিরে এলে আচমকা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।পুরো বিষয়টির উপর নজর রেখেছে কেন্দ্র। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রোড্ডি- দুর্গতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও গভীর শোক জ্ঞাপন করা হয়েছে মৃতদের উদ্দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছে, অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। লকডাউনের জেরে ওই কারখানাটি বন্ধ ছিল। কীভাবে গ্যাস লিক হল তার তদন্ত হচ্ছে।
ভারতে করোনা আক্রান্ত ৫০ হাজার ছাড়াল-দৈনিক আজকাল/আনন্দবাজার পত্রিকা
এ খবরে লেখা হয়েছে, গতকাল করোা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে ছিল। আজ ৫০ হাজার ছাড়িয়ে এক লাফে ৫৩ হাজার ছুঁইছুই। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ধরা পড়েছিল ৩০ জানুয়ারি। তার ৯৯ দিনের মাথায় ৫০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। দেশে মোট মৃতের সংখ্যা ১৭৮৩ জন।গত ২৪ ঘন্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭