কথাবার্তা: দ্রুত আসছে করোনার ভ্যাকসিন!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- করোনার কারণে চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে সাড়ে ১১ কোটি মানুষ-দৈনিক ইত্তেফাক
- হাওরাঞ্চলের মানুষের দুঃখ আর থাকবে না- প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- প্রতিবাদের স্লোগান মুখে ধর্ষকদের দাও রুখে –প্রথম আলো
- নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনে জাতিসংঘের উদ্বেগ-কালের কণ্ঠ
- বিএসএফের গুলিতে নিহত নুরুদ্দিনের মরদেহ ৭ দিনে পর উদ্ধার-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- লাদাখে চিনের ‘একতরফা আগ্রাসন’-এর সব তথ্য ওয়েবসাইট থেকে মুছল প্রতিরক্ষা মন্ত্রক -আনন্দবাজার পত্রিকা
- দ্রুত আসছে করোনার ভ্যাকসিন! সদস্য দেশগুলিকে টিকা বিতরণের প্রস্তুতি নিতে বলল বিশ্ব স্বাস্থ সংস্থা -দৈনিক সংবাদ প্রতিদিন
- আমাদের বন্ধুত্ব মানেনি, পরিবারই ওঁকে খুন করেছে’, দাবি হাথরসের অভিযুক্তর -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেধে রেখে গৃহবধুকে ধর্ষণের ঘটনাসহ বর্তমান সময়ে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। ভারতেও হাথরস কাণ্ড নিয়ে চলছে প্রতিবাদ নিন্দা সর্বত্র। হাথরস ও নোয়াখলীর ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।
দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী, বামধারার ছাত্র সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়। এতে করে দোষী ব্যক্তিরা বারবার এমন ঘটনা ঘটায়। ধর্ষক ও তাদের ধর্ষকদের পৃষ্ঠপোষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
হাওরাঞ্চলের মানুষের আর আগের মতো দুঃখ থাকবে না: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ফলে হাওরাঞ্চলের মানুষের আর আগের মতো দুঃখ থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ সড়ক নির্মাণের ফলে হাওরবাসীর চলাচলের দুর্ভোগ কমেছে, সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।সারা দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, পণ্য পরিবহন ও মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার সারা দেশে ‘যোগাযোগ নেটওয়ার্ক’ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়কপথে যোগাযোগ বাড়াচ্ছি।
‘মহামারীতে সাড়ে ১১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে’-দৈনিক মানবজমিন
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দায় চলতি বছরে সাড়ে ১১ কোটি মানুষকে চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে। বুধবার বিশ্বব্যাংক এমন হুশিয়ারি দিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। বিশ্বব্যাংক এর আগে এমনকি আগস্ট মাসেও যে ধারণা দিয়েছিল, এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, -বিলম্ব না করে স্বাস্থ্যসেবার আওতা সার্বজনীন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
'আমাদের আন্দোলনে কর্তৃত্ববাদী স্বৈরাচার সরকার পরাজিত হবে'-ফখরুল-দৈনিক কালের কণ্ঠ
সরকার শুধু নারী নির্যাতন নয়, গোটা বাংলাদেশকে ধর্ষণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনগণের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সরকার ক্ষমতা দখল করেছে। সরকারকে এখন মানুষ ভয় পায় না। মানুষ ভয় পায় পুলিশকে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
লাদাখে চিনের ‘একতরফা আগ্রাসন’-এর সব তথ্য ওয়েবসাইট থেকে মুছল প্রতিরক্ষা মন্ত্রক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
লাদাখে চিনের ‘একতরফা আগ্রাসন’-এর উল্লেখ রয়েছে এমন মাসিক প্রতিবেদন ওয়েবসাইট থেকে আগেই সরিয়ে দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। এ বার হাত পড়ল ২০১৭ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রকাশিত হওয়া সমস্ত মাসিক প্রতিবেদনেও। জানা গিয়েছে, এর মধ্যে রয়েছে ২০১৭ সালে ডোকলাম সংক্রান্ত প্রতিবেদনও। এ তথ্য জানাচ্ছে সর্বভারতীয় সংবাদপত্র ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। সংবাদপত্রটির দাবি, কেন ওই প্রতিবেদন সরানো হয়েছিল, তা জানতে চাওয়া হলেও, তার উত্তর মেলেনি। তবে সূত্রের খবর, সরিয়ে ফেলা প্রতিবেদনগুলি ‘তাড়াতাড়ি’ই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। সূত্রের মতে, অক্টোবরেই সেগুলি পুনরায় প্রকাশিত হতে পারে।
আমাদের বন্ধুত্ব মানেনি, পরিবারই ওঁকে খুন করেছে’, দাবি হাথরসের অভিযুক্তর-দৈনিক আজকাল
ঘুরিয়ে ফিরিয়ে এবার হাথরস কাণ্ডে নির্যাতিতার দিকেই আঙুল তোলার চেষ্টা চলছে। বুধবার বলা হয়েছিল, নির্যাতিতার পরিবারের সঙ্গে এক অভিযুক্তর ফোনে যোগাযোগ ছিল। গত এক বছরে প্রায় ১০৪টি ফোন কল হয়েছিল তাঁদের মধ্যে। এবার এক অভিযুক্ত সরাসরি নির্যাতিতার দিকে আঙুল তুলল। বলল, তাঁদের বন্ধুত্ব মানতে পারেনি তরুণীর পরিবার।
তাই মা আর ভাই মিলে ক্ষেতে তরুণীকে মারধর করেছে। এবং ওই চার জনকে ফাঁসানোর চেষ্টা করছে। বুধবার হাথরসের এসপি–কে হিন্দিতে একটি চিঠি লিখেছে অভিযুক্ত সন্দীপ ঠাকুর।
তাতে টিপ সই রয়েছে তার এবং বাকি তিন জনের। সেই চিঠিতে লেখা, সে এবং তরুণী বন্ধু ছিল। ‘দেখা করা ছাড়াও মাঝেমধ্যে ফোনে কথা বলতাম আমরা।’
দ্রুত আসছে করোনার ভ্যাকসিন! সদস্য দেশগুলিকে টিকা বিতরণের প্রস্তুতি নিতে বলল বিশ্ব স্বাস্থ সংস্থা-দৈনিক সংবাদ প্রতিদিন
দিন দুই আগেই সামান্য আশার আলো দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus) ঘোষণা করেছিলেন, চলতি বছরের শেষের দিকেই করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আরও একধাপ এগিয়ে গেল WHO। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সুসংহতভাবে ভ্যাকসিন (CoronaVirus Vaccine) বিতরণের জন্য যাবতীয় পরিকল্পনা সেরে ফেলার পরামর্শ দেওয়া হল। অনেকেই মনে করছেন WHO’র এই নির্দেশিকার অর্থ, দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি হওয়ার ব্যাপারে সত্যিই আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।