কথাবার্তা: কুয়েতে পাপুলের সাজা, লজ্জাজনক! রাকেশের কান্নায় প্রাণ পেল কৃষি আন্দোলন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- পাপুলের সাজা নিয়ে কিছুই করার নেই-বাংলাদেশ দূতাবাস-কালের কণ্ঠ
- ভাসানচরে পৌঁছাল আরও ১৭৭৮ রোহিঙ্গা -প্রথম আলো
- অর্থ পাচারের ঘেরাটোপ থেকে আমরা এখনও বের হতে পারি নি-দৈনিক যুগান্তর
- চসিক নির্বাচন; ১২১ কেন্দ্রে শূন্য থেকে ৫ ভোট পেল ধানের শীষ -বাংলাদেশ প্রতিদিন
- এইচএসসির ফল প্রকাল কাল-ইত্তেফাক
- ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি-দৈনিক মানবজমিন
- র্যাগিং: জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কারৃ -দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- লালকেল্লা কাণ্ডের জের, ১ ফেব্রুয়ারি সংসদ অভিযান বাতিল কৃষক সংগঠনগুলির -দৈনিক সংবাদ প্রতিদিন
- গাজিপুর থেকে এক পা-ও নড়ব না, হুঙ্কার দিলেন আন্দোলনকারী কৃষক নেতারা -আনন্দবাজার পত্রিকা
- কৃষক বিক্ষোভের জের! পাঞ্জাবের ৪৫টি চাল, গমের গুদামে সিবিআই তল্লাশি -দৈনিক আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
এমপি পদ থাকবে কি?-বাংলাদেশ প্রতিদিন

অর্থ ও মানব পাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদন্ড দিয়েছে কুয়েতের আদালত। এমন নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধের দায়ে দন্ড হওয়ার পরও তার সংসদ সদস্য পদ থাকবে কিনা, এটাই এখন প্রশ্ন। আইনজ্ঞরা বলছেন, সংবিধানে নৈতিক স্খলনজনিত অপরাধে ন্যূনতম দুই বছর সাজায় এমপি পদ খারিজ হওয়ার বিধান রয়েছে। সাজা দেশে হবে, না বিদেশে, তা অস্পষ্ট। পাপুলের সাজা হয়েছে চার বছর। ফলে কুয়েতে সাজা হলেও বাংলাদেশের সংসদে পাপুলের পদ খারিজ হবে বলেই মত তাদের। এ জন্য কুয়েতের আদালতের রায়ের অনুলিপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আইনজ্ঞরা।
কুয়েতে পাপুলের সাজা নিয়ে কিছুই করার নেই: বাংলাদেশ দূতাবাস
অর্থপাচার ও মানবপাচারে জড়িত থাকার দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। এমপি পাপুলের এ সাজাকে কুয়েত সরকার ও বিচার বিভাগের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।সাজা নিয়ে কিছুই করার নেই বলে শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আশিকুজ্জামান।
তিনি বলেন, “তাদের নিজস্ব বিচার বিভাগের মাধ্যমে এ সাজা দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই।”
কালের কণ্ঠ-কূটনৈতিক সূত্রগুলো বলছে, অর্থপাচার ও মানবপাচারের অভিযোগ নিয়ে একজন সংসদ সদস্যের বিদেশের কারাগারে আটক থাকা এবং শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়ে সাজা পাওয়া অত্যন্ত লজ্জাজনক।
চসিক নির্বাচন; ১২১ কেন্দ্রে শূন্য থেকে ৫ ভোট পেল ধানের শীষ-বাংলাদেশ প্রতিদিন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। দুটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এর মধ্যে দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে একটি ভোটও পড়েনি। ১১৯টি ভোটকেন্দ্রে এই প্রতীকে পড়েছে এক থেকে পাঁচটি ভোট। অর্থাৎ ১২১টি কেন্দ্রে শূন্য থেকে ৫ ভোট পড়েছে। আর ৬৫টি কেন্দ্রে ৬ থেকে ১০টি ভোট পেয়েছে বিএনপি।
আওয়ামী লীগে ফ্রি স্টাইলে কোনো কিছু করা যাবে না : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
যারা দলের নাম ব্যবহার করে অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।নব-নিযুক্ত উপ-কমিটির নেতৃবৃন্দকে দলের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে রাজনীতি করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, যারা অনিয়মের সাথে জড়িত থাকবে, তাদের বাদ দিতে হবে। ফ্রি স্টাইলে কোনো কিছুই করা যাবে না।
ভাসানচরে পৌঁছাল আরও ১৭৭৮ রোহিঙ্গা-দৈনিক প্রথম আলো
তৃতীয় দফায় রোহিঙ্গাদের একটি দল আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে করে তাদের ভাসানচরে আনা হয়। সকাল ৯টার দিকে জাহাজগুলো ভাসানচরের উদ্দেশে রওনা হয়। সকালে জাহাজে ওঠার সময় শাহাবুদ্দিন নামে এক রোহিঙ্গা জানান, ভাসানচরে সুযোগ-সুবিধা বেশি বলে সেখানে থাকা ভাইয়েরা তাঁকে জানিয়েছেন।গতকাল ৩৮টি বাসে করে অন্তত ৩৫৩ পরিবারের ১ হাজার ৭৭৮ জনকে চট্টগ্রামে আনা হয়। এই ১ হাজার ৭৭৮ জনই আজ দুপুরে ভাসানচরে পৌঁছাল। আজ আরও ১ হাজার ৩০০ জনকে চট্টগ্রামে আনা হবে। সেখান থেকে তাঁদের নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হবে।
বগুড়ায় ১২০ বিঘা জমিতে প্রস্ফুটিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি-কালের কণ্ঠ
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার ১২০ বিঘা (৪০ একর) জমিতে ধান চাষের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
'শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’এর উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় ব্যতিক্রমী এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।আয়োজকরা জানান, শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে কয়েক মাস আগ থেকে কাজ শুরু হয়েছে।
বালেন্দা গ্রামের একত্রে ১২০ বিঘা জমি কৃষকদের নিকট থেকে লিজ নেয়া হয়েছে। এরপর সেখানে বিদেশ থেকে আমদানী করা বেগুনি ও সবুজ দুই ধরনের হাইব্রীড ধানের চারা উৎপাদন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে পরিকল্পনা মোতাবেক স্থানীয় কৃষকদের দিয়ে এসব চারা রোপন করা হবে। যাতে পাখির চোখে (উঁচু থেকে) ৪০ একর জমিতে রোপনকৃত ধানের দৃশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধরা পড়বে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
যোগী সরকারের ‘জবরদস্তি’তে পুনরুজ্জীবিত কৃষকরা! রাতারাতি বাড়ল বিক্ষোভকারীর ভিড়-সংবাদ প্রতিদিন
বজ্র আঁটুনি ফস্কা গেরো। সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে অশান্তির পর এমনিতেই শক্তি হারাচ্ছিল কৃষক আন্দোলন। সিঙ্ঘু, গাজিপুর ও রাজধানী দিল্লির অন্যান্য সীমান্ত থেকে ধীরে ধীরে ঘরে ফেরার পথে পা বাড়াচ্ছিলেন হতাশ আন্দোলনকারীরা। সরকারিভাবে গোটা দুই কৃষক সংঠন আন্দোলন প্রত্যাহারও করে নিয়েছিল। কৃষকদের যে সংঠনটি সবচেয়ে প্রভাবশালী সেই ভারতীয় কিষাণ ইউনিয়নও (Bharatiya Kisan Union) আন্দোলন প্রত্যাহার করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল। কিন্তু রাতারাতি সবকিছু বদলে গেল উত্তরপ্রদেশ সরকারের একটা ভুল পদক্ষেপে।
গাজিপুর সীমান্তে বিক্ষোভকারীদের একপ্রকার জোর করে তুলে দেওয়ার ছক কষেছিল উত্তরপ্রদেশের প্রশাসন। বৃহস্পতিবার রাতের মধ্যে গাজিপুরে কৃষকদের বিক্ষোভস্থল (Protest) খালি করে দেওয়ার নির্দেশ দেয় যোগী সরকার। সেখানে জারি করা হয় ১৪৪ ধারা। বিক্ষোভস্থল কার্যত ছেয়ে ফেলা হয় নিরাপত্তারক্ষীতে। এমনকী ৪ কোম্পানি র্যাফ মোতায়েন করা হয়। ওই বিক্ষোভস্থলে বিদ্যুৎ এবং জলের সরবরাহ আগে থেকেই অনিয়মিত করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে যান ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)। যার বিরুদ্ধে কিনা দেশদ্রোহিতার মামলা করেছে সরকার। টিকাইত ঘটনাস্থলে যেতেই বদলে যায় পরিস্থিতি। তিনি অভিযোগ করেন, বিজেপি ষড়যন্ত্র করে বিক্ষোভ বন্ধ করে দিতে চাইছে। চোখের জলে ঘোষণা করেন, “কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত এক পাও নড়ব না। প্রয়োজনে গুলি খাব। প্রয়োজনে অনশন করব। নিজের গ্রাম থেকে এনে জল খাব। রাকেশ টিকাইত আত্মহত্যা করবে, তবু বিক্ষোভ স্থল ছাড়বে না।”টিকাইতের সেই আবেগঘন ভাষণ কৃষকদের জন্য টনিকের কাজ করে। রাতারাতি শ’য়ে শ’য়ে কৃষক নতুন করে গাজিপুরের বিক্ষোভস্থলে হাজির হন। উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক ট্রাক্টরে চেপে গাজিপুরের উদ্দেশে রওনা দেন। গতকাল সারারাত কৃষক নেতারা গাজিপুরের বিক্ষোভস্থলে ‘জয় জওয়ান-জয় কিষাণ’ স্লোগান দেন। সেই সঙ্গে উড়তে দেখা যায় জাতীয় পতাকা। এরপরই কৃষক নেতারা জানিয়ে দিয়েছেন, সরকারের ৩ কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরবেন না তাঁরা। তাঁদের অভিযোগ, কৃষকদের আন্দোলন রুখতে গাজিপুরের প্রতিবাদস্থলে গুন্ডা পাঠিয়েছে বিজেপি সরকার। কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
গাজিপুর থেকে এক পা-ও নড়ব না, হুঙ্কার দিলেন আন্দোলনকারী কৃষক নেতারা-আনন্দবাজার পত্রিকা
নয়া কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলে হুঙ্কার দিলেন কৃষক নেতারা। অনড় নেতাদের হুঁশিয়ারি, নরেন্দ্র মোদী সরকারের ৩ কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরবেন না তাঁরা। তাঁদের অভিযোগ, কৃষকদের আন্দোলন রুখতে গাজিপুরের প্রতিবাদস্থলে গুন্ডা পাঠিয়েছে বিজেপি সরকার। শুক্রবার রাতে দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় গাজিপুরের আন্দোলনস্থল থেকে ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ)-এর জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েতের দাবি, ‘‘আত্মহত্যা করব। কিন্তু, যতক্ষণ পর্যন্ত আইন প্রত্যাহার না হয়, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।’’
একই দৈনিকের অপর একটি খবরের শিরোনাম-গোপন কথা ফাঁস করে দেব! কৃষক নেতাদের পাল্টা হুঁশিয়ারি দীপ সিধুর
সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় নিশান সাহিব তোলার নেপথ্যে রয়েছেন তিনিই! এমনটাই বারবার অভিযোগ করেছেন কৃষক নেতারা। তাঁর অতীতের বিজেপি–যোগ নিয়েও সরব হয়েছে কৃষক সংগঠনগুলো। এবার এই নিয়ে পাল্টা কৃষকনেতাদেরই হুঁশিয়ারি দিলেন দীপ সিধু। বললেন, কৃষকনেতাদের গোপন কথা ফাঁস করলে তাঁরাই বিপদে পড়বেন।
কৃষক বিক্ষোভের জের! পাঞ্জাবের ৪৫টি চাল, গমের গুদামে সিবিআই তল্লাশি-দৈনিক আজকাল
২৬ নভেম্বর দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। মূলত পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরাই কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল। এবার এই দুই রাজ্যের অন্তত ৪৫টি ডাল, গমের গুদামে হানা দিল সিবিআই। সঙ্গে ছিল আধাসেনা। সংগ্রহ করল শস্যের নমুনা। প্রশ্ন উঠছে, ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষক মিছিলের জেরেই কি এই তল্লাশি? যদিও সিবিআই–এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই গুদামগুলোতে ফসলের পরিমাণ এবং গুণমান পরখ করতেই নমুনা সংগ্রহ করা হয়েছে।
৩ কৃষি আইনের ফলে দেশের ১০ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন, বললেন রাষ্ট্রপতি-আনন্দবাজার পত্রিকা
সংসদের যৌথ অধিবেশনে কৃষি আইনের পক্ষে জোর সওয়াল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাজেট অধিবেশনের সূচনায় সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে থাকল কৃষি আইন এবং কৃষকদের জন্য মোদী সরকার কী কী করেছে, তার প্রশস্তি। বলতে গেলে বিরোধীশূন্য সংসদে নিন্দা করলেন প্রজাতন্ত্র দিবসে কৃষকদের আন্দোলনের।
কৃষি আইন নিয়ে যে পিছু হঠার প্রশ্নই নেই, রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে দিয়ে কৌশলে তা আরও একবার যেন বুঝিয়ে দিতে চাইল নরেন্দ্র মোদী সরকার। কারণ এই ধরনের অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের ‘মুখপত্র’ হিসেবে কাজ করেন। ফলে রাষ্ট্রপতি শুক্রবার সংসদের যৌথ অধিবেশনে যা বললেন, তা আদতে সরকারেরই মনের কথা হিসাবে ধরে নিতে হবে।
ভারতের মাটি ছুঁল আরও ৩টি রাফালে যুদ্ধবিমান, চিন্তার ভাঁজ শত্রুদের কপালে-দৈনিক সংবাদ প্রতিদিন
সাধারণতন্ত্র দিবসে (Republic Day) রাফালে যুদ্ধবিমানের কৌশল দেখেছে দেশ। শত্রুর বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় অত্যাধুনিক এই জেট বিমানটি। এবার ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়িয়ে বুধবার ফ্রান্স থেকে আরও তিনটি রাফালে (Rafale) এসে পৌঁছেছে দেশে।বায়ুসেনা জানিয়েছে, গতকাল ফ্রান্সের একটি বায়ুসেনাঘাঁটি থেকে উড়ান শুরু করে রাফালে বিমানগুলি।লাদাখে চিনের সঙ্গে সংঘাতের আবহে ভারতের হাতে এল মোট ১১টি রাফালে যুদ্ধবিমান।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।