একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ধরন, অজানা একটি ধরনও শনাক্ত–দৈনিক প্রথম আলো
-
বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি: বিএনপি- প্রস্তাবিত বাজেট মনগড়া ও অবাস্তব: জিএম কাদের- দৈনিক কালেরকণ্ঠ
-
বিএনপির বাজেট সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী’-মানবজমিন
-
জীবন-জীবিকার স্বচ্ছ রূপরেখা নেই বাজেটে: সিপিডি-দৈনিক সমকাল
-
ইসরাইলকে ঠেকাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতেই হবে- দৈনিক যুগান্তর
- তীব্র শোডাউনের আভাস, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাড়ানোর জরুরি লক্ষ্যে চীন-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- টিকা নেওয়ার পর কোভিড হলেও হচ্ছে না মৃত্যু, বলল এমসের গবেষণা-আনন্দবাজার
- অধিকারীদের শাস্তি হবে, দাবি অভিষেকের! পাল্টা দিলেন শিশির-আজকাল
- মোদিজির সুযোগ্য নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে ভারত’, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর -সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ধরন, অজানা একটি ধরনও শনাক্ত–দৈনিক প্রথম আলো
দেশে সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্টে (ধরন) বলে সরকারের একটি গবেষণায় পাওয়া গেছে। ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণও পাওয়া গেছে ওই গবেষণায়। পাশাপাশি দেশে অজানা একটি ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে।রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে। সেখান থেকে এই তথ্য জানা গেছে। দেশে গত ৮ মে প্রথম ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরীক্ষায় ৫০টি নমুনার ৪০টি (৮০ শতাংশ) ভারতীয় ধরণ। ৮টি (১৬ শতাংশ) বিটা ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, একটি সার্কুলেটিং ও ১ টি আন-আইডিন্টিফাউড (অজানা) ভ্যারিয়েন্ট।
ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের মধ্যে ১৪ জন বিদেশে যাননি এবং বিদেশ থেকে আগত রোগীর সংষ্পর্শে আসার কোনো তথ্যও পাওয়া যায়না। এ কারণে গবেষণায় বলা হচ্ছে বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ বিদ্যমান।
বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি : বিএনপি-দৈনিক কালেরকণ্ঠ
এবারের বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও কাগুজে বাজেট ছাড়া আর কিছুই নয় দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার প্রস্তাবিত বাজেট জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। এ বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি।
শুক্রবার (৪ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরদিন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটে জনগণকে কভিডের মহাসংকট থেকে রক্ষার দিকনির্দেশনা নেই। এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থনহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ঘোষিত বাজেটে অপচয়, অব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হয়নি। বরং এ সরকারের সময় দেশে গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন এবং জবাবদিহির যে ঘাটতি রয়েছে, তার প্রতিফলন এ বাজেট।
বিএনপির বাজেট সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী’-মানবজমিন
বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে।ঢাকা, কুমিল্লা ও সিলেটের উপনির্বাচনে প্রার্থিতার বিষয়ে কাদের বলেন, আগামী ১২ই জুন মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হবে। তবে ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই মনোনয়ন দেয়া হবে।
ইসরাইলকে ঠেকাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতেই হবে- দৈনিক যুগান্তর
ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুতি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলকে উৎখাত করার জন্য অবশ্যই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া বক্তৃতায় আব্দুল মালেক আল-হুতি মুসলিম বিশ্বের প্রতি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের সরকারকে যেন মুসলিম বিশ্ব সম্পূর্ণভাবে বয়কট করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে, তাদের নিন্দা জানিয়েছেন আব্দুল মালেক আল-হুতি। তিনি বলেন, যারা আমেরিকা ও ইসরাইলকে এ ব্যাপারে সহযোগিতা করছে, তারা মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে অপরাধ করছে।
প্রস্তাবিত বাজেট মনগড়া ও অবাস্তব: জিএম কাদের- ইত্তেফাক
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলোর কারও মতে, প্রস্তাবিত বাজেট কল্পনাপ্রসূত। এটি বাস্তবায়ন সম্ভব নয়। কারও মতে, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবন-জীবিকা-রুটি-রুজি-সহায়-সম্পদ লুটপাট করে মুষ্টিমেয় ১ শতাংশ লুটেরা ধনীদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়েছে। আবার কোনো কোনো দল বলছে, এ বাজেট বৈষম্য বৃদ্ধিতে সহায়ক হবে।
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট কল্পনাপ্রসূত, মনগড়া ও অবাস্তব। আন্দাজে করা এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাজেটে বিশাল ঘাটতি রয়েছে। তা পূরণ করতে যে ব্যবস্থার কথা বলা হয়েছে সেটি বাস্তবসম্মত নয়। এই বাজেট ব্যাপকভাবে সংশোধন বা রদবদল করতে হবে। এছাড়া স্বাস্থ্যখাতে নামমাত্র বরাদ্দ বাড়ানো হয়েছে। সামাজিক বেষ্টনীখাতে যা দেওয়া হয়েছে তা বাজেটের তুলনায় অত্যন্ত কম। দুর্যোগ ব্যবস্থাপনা খাতে অনেক কম বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাজেট অধিবেশন থেকে বের হয়ে সংসদ ভবনের টানেলে গণমাধ্যম কর্মীদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি একথা বলেন।
জীবন-জীবিকার স্বচ্ছ রূপরেখা নেই বাজেটে: সিপিডি-দৈনিক সমকাল
০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জীবন ও জীবিকার যে কথা বলা হয়েছে তার স্বচ্ছ কোনো রূপরেখা নেই বলে মত ব্যক্ত করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির ভাষ্য, এ প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে যে পরিমাণ বরাদ্দ দেওয়ার কথা তা দেওয়া হয়নি। এতে সামষ্টিক অর্থনৈতিক কাঠামোও দুর্বল।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট ২০২১-২২ পরবর্তী পর্যালোচনায় সিপিডি এ মত দিয়েছে। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন, 'প্রস্তাবিত বাজেটটি অনুমিতির জায়গা থেকে তৈরি করা হয়েছে। এখানে রাজস্ব আদায়ে কাঠামোগত দুর্বলতা আছে। করোনাকালে সামাজিক নিরাপত্তায় কাঙ্ক্ষিত বরাদ্দ বাড়েনি। বরং যেটা বেড়েছে সেটা সরকারি কর্মকর্তাদের পেনশনের কারণে। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বরাদ্দ বাড়েনি। করোনাকালে নতুন করে যারা কর্মহীন হয়েছেন বা হচ্ছেন, বাজেটে তাদের বিষয়ে কোনো বরাদ্দের উল্লেখ নেই।'
তীব্র শোডাউনের আভাস, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাড়ানোর জরুরি লক্ষ্যে চীন-বাংলাদেশ প্রতিদিন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে তীব্র শোডাউনের আভাস দিলো চীন। এখন দেশটির একমাত্র জরুরি লক্ষ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়ানো। গতকাল বৃহস্পতিবার চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব জানিয়েছে ইয়াহু নিউজ। এতে পারমাণবিক দিক দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে চীন বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্লোবাল টাইমসে চীনা কমিউনিস্ট পার্টির এই মিডিয়া মুখপত্রের সম্পাদক হু জিজিয়ান এক কলামে লিখেছেন, চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা অবশ্যই এমন পরিমাণে বাড়াতে হবে যা মার্কিন অভিজাতদের কাঁপিয়ে তুলবে। তারা যাতে চীনের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চিন্তাই না করে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শোডাউনের জন্য চীনের প্রস্তুত থাকা উচিত। মার্কিন কৌশলগত নিয়ন্ত্রণ ক্রমশ তীব্র হয়ে উঠছে। আমি আবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের প্রচুর জরুরি কাজ রয়েছে। তবে সর্বাধিক গুরুত্বপূর্ণগুলোর মধ্যে আছে দ্রুত কমিশনযুক্ত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করা। এটিই আমেরিকার বিরুদ্ধে চীনের কৌশলগত প্রতিরোধের মূল ভিত্তি
টিকা নেওয়ার পর কোভিড হলেও হচ্ছে না মৃত্যু, বলল এমসের গবেষণা-আনন্দবাজার
গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের অনেকেই ফের কোভিডে আক্রান্ত হলেও মারা যাননি। দিল্লির এমসের গবেষণায় উঠে এল এমনই তথ্য। সেই রিপোর্ট প্রকাশ করল এমস।
টিকা নেওয়ার পরও কেউ ফের সংক্রমিত হলে তাকে ‘ব্রেকথ্রু সংক্রমণ’ বলেন বিশেষজ্ঞরা। আগেও আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) জানিয়েছিল, টিকা নেওয়ার পর খুব কম সংখ্যক মানুষই কোভিডে গুরুতর ভাবে আক্রান্ত হয়েছেন, যাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মৃত্যুর হার অনেক কম। সেই দাবির ভিত্তিতেই গবেষণা চালিয়ে এমস জানাচ্ছে, এপ্রিল থেকে মে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময়কালে টিকা নেওয়া অনেক ব্যক্তিই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং তাঁদের শরীরে ভাইরাল লোডের পরিমাণও অনেক বেশি ছিল। কিন্তু তাঁদের কারও মৃত্যু হয়নি।
অধিকারীদের শাস্তি হবে, দাবি অভিষেকের! পাল্টা দিলেন শিশির-আজকাল
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ব্যাপক ক্ষতি হয় পূর্ব মেদিনীপুর জেলায়। তাজপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে কাঁথির অধিকারী পরিবারের উপর গর্জে ওঠেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। নদী বাঁধ ভেঙে যাওয়া নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশ্ন করেন অভিষেক ব্যানার্জি। উত্তরে তাঁরা জানান, এই এলাকায় নদী বাঁধ নির্মাণের কাজ করেছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। এ প্রসঙ্গে রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি অভিষেককে বলেন, বাঁধগুলি নির্মাণ হয় যখন সেই সময় দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। উনিই যাবতীয় কাজ করান। এলাকার জনপ্রতিনিধিদের গুরুত্ব দিতেন না উনি। এ কথা শুনেই গর্জে ওঠেন অভিষেক। অভিষেক জানান, ‘গরিব মানুষের জন্য কাজ না করে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে এই অধিকারী পরিবার। অধিকারী পরিবারকে ছাড়া হবে না, তদন্ত হবে। শাস্তি হবে। অধিকারী পরিবারের দুর্নীতির জন্য আজ পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা কষ্টের মধ্যে রয়েছেন।’অভিষেক ব্যানার্জির এসব কথাকে গুরুত্ব দিতে নারাজ কাঁথির সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, তৃণমূলের তো মিথ্যা বলাই কাজ। আর অভিষেক এখন তাজপুরে এসে মিথ্যা বলছে। মিথ্যা বলাই অভিষেকের কাজ। রাজ্য সরকার তো সেইসময় তৃণমূলেরই ছিল আর এখনও তৃণমূলই ক্ষমতায়। যাবতীয় কাজ করে তৃণমূলের লোকেরাই। দুর্নীতি তো করছে তৃণমূলের লোকেরা। আমিও চাই তদন্ত হোক আর প্রকৃত চোরেরা শাস্তি পাক। দুর্নীতি তো করছে অভিষেকের লোকেরাই। অভিষেকের সঙ্গে যাঁরা তাজপুরে পরিদর্শনে গিয়েছে সবই তো বাঁধ নির্মাণের সঙ্গে যুক্ত ছিল। সব চোর। শাস্তির দাবি জানাচ্ছি। আমার বিরুদ্ধে করুক আইনি পদক্ষেপ। তারপর দেখা যাবে কী হয়। তদন্ত হলে সব অভিষেকের লোকেরাই ধরা পড়বে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শিশির বাবুর সাংসদ পদ খারিজ হোক দাবি তুলছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, অধিকারীদের সঙ্গে তৃণমূলের লড়াই চলছেই। বাঁধ নির্মাণ ইস্যু নিয়ে রাজনৈতিক তরজা বাড়বে বলেই মনে হয়
মোদিজির সুযোগ্য নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে ভারত’, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর -সংবাদ প্রতিদিন
ঠিক যেন আগেরবারের পুনরাবৃত্তি। করোনার প্রথম ধাক্কার পরে সংক্রমণের গতি কিছুটা কমতেই সরকার সদর্পে ঘোষণা করে দিয়েছিল, ‘এই লড়াইয়ে আমরা সফল হয়েছি।’ একই ঘটনা ঘটল দ্বিতীয় ধাক্কার ক্ষেত্রেও। দেশের দৈনিক সংক্রমণ যখন ১ লক্ষ ৩০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে, তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করে দিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের জন্য সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে দেশ।”
গতকাল গুজরাটে ন’টি অক্সিজেন প্লান্টের শিলান্যাস করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়,”এই মুহূর্তে দেশের অক্সিজেনের চাহিদা ১০ হাজার টন থেকে কমে ৩৫০০ টনে নেমে এসেছে। এতেই প্রমাণ হয়, দেশে করোনার সংক্রমণ কমছে। কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এতেই বোঝা যায় দেশে করোনা নিয়ন্ত্রণে আসছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন,”করোনার (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে যখন বিশ্বের উন্নত দেশগুলিও হিমশিম খাচ্ছে। সেখানে ধৈর্য ও পরিকল্পনার জোরে এই মহামারীর বিরুদ্ধে সাফল্য পেয়েছে ভারত। অন্য দেশগুলিতে সরকার যেখানে একক ভাবে করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেখানে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সুযোগ্য নেতৃত্বে ১৩৫ কোটি দেশবাসী লড়াইয়ে যোগ দিয়েছেন। সরকার একা এই লড়াইয়ে জিততে পারত না।”
পার্সটুডে/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।