মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
হঠাৎ রাজপথে উত্তেজনা: ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি’র নানা কর্মসূচি, গণপরিবহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন এবং আকস্মিকভাবে পোশাক শ্রমিকদের রাস্তায় নেমে অবরোধ ও ভাংচুরের ঘটনায় শংকিত হয়ে পড়েছে সরকার।
এ অবস্থায় রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সব থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
মঙ্গলবার মধ্যরাত থেকে এ সতর্কতা জারি করা হয় হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। পুলিশ সূত্র উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে যাদের যাওয়ার কথা ছিল, তাদেরও সফর বাতিল করতে বলা হয়েছে।
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে চলমান পরিস্থিতিতে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।বলে পুলিশের সূত্রে দাবি করা হয়েছে।
ডিএমপির জ্যেষ্ঠ দুজন কর্মকর্তা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে স্বার্থান্বেষী বিভিন্ন গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অসত্য তথ্য ছড়াতে পারে- এমন আশঙ্কা করা হচ্ছে। এ জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এ প্রসঙ্গে একজন অনলাইন পাঠক মন্তব্য করেছেন, “বিএনপি মেরুদণ্ডহীন দল, কোনো প্রকার আন্দোলন গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব নয়। পরিবহন ভাড়া নিয়ে সারা দেশবাসীর অন্তরের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে, এর উপর নিরীহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা আন্দোলন আরও বেগবান করবে এবং এ আন্দোলনে দল মত নির্বিশেষে সকলের সমর্থন আছে।"
মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নিয়েছেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরে শ্রমিকরা অবরোধ প্রাত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় অবরোধ করেছে ডেনিম পোশাক কারখানার শ্রমিকরা। আজ সকাল সাড়ে ৯টায় চান্দিনার হাড়িখোলা এলাকায় কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। যানজটে সড়কের দুই পাশে আটকা পড়েছে কয়েক হাজার বাস-ট্রাক, কাভার্ডভ্যান। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।
হাইওয়ের ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে 'ডেনিম' নামে একটি কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের ‘হাফভাড়া’র নির্দেশনা চেয়ে রিট
এদিকে, শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সকল ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।