নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আজ ফের রাস্তায় শিক্ষার্থীরা
নিরাপদ সড়কের দাবিতে আজ ফের আন্দোলনে নামে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ (শনিবার) দুপুরে মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগান দেন তারা। এসময় শিক্ষার্থীদের গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতেও দেখা গেছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়।
এরপর শিক্ষার্থীরা ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য দুই দিনের সময় বেঁধে দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে কাল রোববার ও আগামী সোমবারও ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে তারা।
শিক্ষার্থীরা জানিয়েছে, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিল। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে।
তারা আরও জানিয়েছে, সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাচাই কার্যক্রমও চলবে।
শিক্ষার্থীরা বলেছে, তারা কোনো ধরনের ভাঙচুর করার জন্য সড়কে নামেনি। ২০১৮ সালের আন্দোলনের সময় ৯ দফা দাবি তুলেছিল তারা। সরকার বলেছিল, দাবিগুলো মানা হয়েছে। কিন্তু একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার ৯ দফা মানা না হলে আগামী মঙ্গলবার থেকে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।