নিউমার্কেটে আবারও সংঘর্ষ, ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i106866-নিউমার্কেটে_আবারও_সংঘর্ষ_ঢাকা_কলেজের_সব_হল_বন্ধ_ঘোষণা
ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংষর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
এপ্রিল ১৯, ২০২২ ১৬:৪১ Asia/Dhaka

ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংষর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নিউমার্কেট এলাকায় গতকাল (সোমবার) রাতে শুরু হওয়া এ সংঘর্ষ আড়াই ঘণ্টায় রণক্ষেত্রে পরিণত হয়। সেসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও সেখানে বিক্ষোভ করেন।

আজ সকাল ১০টার দিকে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে ব্যবসায়ী ও শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। চন্দ্রিমা সুপার মার্কেট থেকে ঢাকা কলেজ পর্যন্ত রাস্তায় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ৪-৫টি টায়ার জ্বালায়। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকায় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ছ ৭১-২২৫২) ভেঙে ফেলেন। এ ছাড়া, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙে ফেলেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৫ জন সংবাদকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় প্রথমে জলকামান নিয়ে নির্লিপ্ত অবস্থানে ছিল পুলিশ। বেলা ১টার দিকে থেকে জলকামান নিয়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর প্রায় ৫০ মিনিট পর রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে শুরু করে তারা।

সে সময় আগুন জ্বালিয়ে টিয়ার গ্যাস থেকে বাঁচার চেষ্টা করেন সংঘর্ষকারীরা। একই সঙ্গে ইটপাটকেল, স্ট্যাম্প ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি রাজধানীর নিউমার্কেট ও তার আশপাশের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বর্তমানে নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ডা. দীপু মনি

আইন-শৃঙ্খলা বাহিনী সকাল থেকে থাকলে ভালো হতো: শিক্ষামন্ত্রী

এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সকাল থেকে থাকতো, হয়তো আরেকটু ভালো হতে পারতো। এখন তারা চেষ্টা করছেন থামানোর। সব পক্ষকে একটু শান্ত হতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ী ওখানে যারা আছেন, তাদেরও শান্ত হতে হবে। যারা আমার শিক্ষার্থীরা আছে, আমার শিক্ষকরা চেষ্টা করছেন তাদেরও শান্ত হতে হবে।

আজ (মঙ্গলবার) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, এটা খুবই দুঃখজনক। এটা শুরু হয়েছে গতকাল রাত থেকে। আমরা প্রায়ই দেখি ঢাকা কলেজ এবং পাশে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে নানা সময় বাকবিতণ্ডা হয় এবং সেটা সংঘর্ষে রূপ নেয়। আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার বিষয় আমরা দেখছি।

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা-কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।