সাজেকে পাহাড় ধসের পর এখন যানবাহন চলাচল স্বাভাবিক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের পর সড়ক মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সাড়ে পাঁচ ঘণ্টা পর আজ বুধবার দুপুর আড়াইটায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় পাহাড়ি পর্যটন কেন্দ্র সাজেক প্রান্তে প্রায় দুই হাজার ও জেলা শহর খাগড়াছড়ি প্রান্তে তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।
খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি অপসারণের কাজ শুরু করেন।
রাস্তা চলাচল উপযোগী হবার পর আটকেপড়া পর্যটকদের নিয়ে গাড়িগুলো গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানান সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন। তিনি জানান, ‘আমাদের এখানে সব মিলিয়ে ১১২টি কটেজ আছে। বুধবার (৫ অক্টোবর) সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল; কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাই আটকা পড়ে যায়।
মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটি সাজেক ভ্যালি। বন্ধের দিনগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। সনাতম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও দু’দিন সরকারি ছুটি থাকার সুযোগে পর্যটকদের উপচে পড়া ভিড় আশা করেছিলেন কটেজ মালিকরা। তবে পাহাড়ধসের ঘটনায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন তারা।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।