বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু; প্রশ্নফাঁস বা গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i115532-বাংলাদেশে_এইচএসসি_পরীক্ষা_শুরু_প্রশ্নফাঁস_বা_গুজব_ছড়ালে_ব্যবস্থা_শিক্ষামন্ত্রী
বাংলাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের বোর্ড পরীক্ষা। এবার দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখেরও বেশী পরীক্ষার্থী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২২ ১৮:৩১ Asia/Dhaka
  • শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের বোর্ড পরীক্ষা। এবার দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখেরও বেশী পরীক্ষার্থী।

সকালে ঢাকায় একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কোরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।  শিক্ষামন্ত্রী বলেছেন, গত পরীক্ষায় বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। প্রশ্নফাঁস বন্ধ করতে সরকার অভিনব কৌশল গ্রহণ করেছে। নেয়া হয়েছে কঠোর মনিটরিং ব্যবস্থা। এরপরও কেউ যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, বাইরে অভিভাবকদের ভীড়ের কারণে অনেক পরীক্ষার্থীর সময়মত কেন্দ্রে প্রবেশে সমস্যা হয়। তাই, সন্তানকে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্র ত্যাগ করতে অভিভাবকদের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। আর কোচিং সেন্টার বন্ধের প্রসঙ্গে তিনি বলেন,  এ ব্যাপারে সরকারের নির্দেশনা রয়েছে। একই কোচিং সেন্টারে অনেক ধরনের কোচিং চলে। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন বলে মেনে করেন ডা.দীপু মনি।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।