ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের বিবৃতি
'১৯ দিনের ব্যবধানে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের সাথে নির্দয় আচরণ'
-
শহিদুল ইসলাম কবির
বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির মধ্যে ১৯ দিনের ব্যবধানে আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে 'জনগণের সাথে নির্দয় আচরণ' বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির। তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বার বার বৃদ্ধি করে জনগণের ওপর নতুন নতুন চাপ সৃষ্টির জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, এটা জনগণের ওপর জুলুম করা হচ্ছে।
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, সরকার ১৯ দিন আগে সরাসরি গণশুনানি উপেক্ষা করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিল। একইভাবে তারা বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বৃদ্ধি করেছে। আবার বলেছে মাসে মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।
শহিদুল ইসলাম কবির বলেন, দুর্নীতিতে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন ১৩ নম্বরে ছিল। সেটা আরও এক ধাপ কমে দেখা গেল ১২ নম্বর হয়েছে। এতে বোঝা যায়- সরকার জনগণের দুর্ভোগ কমানোর পরিবর্তে দুর্ভোগ বৃদ্ধিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তেল, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণে সরকার অগ্রগামী বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নেতা বলেন, আন্তর্জাতিক হিসেবে দেখা যাচ্ছে দেশে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি দমন তো দূরের কথা সরকার, দুর্নীতিবাজ ও সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এমন অবস্থায় দুর্নীতি দমন করতে হলে দুর্নীতি দমন কমিশন ও সরকার প্রধানকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন শহিদুল ইসলাম কবির।#
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২