মার্কেটে আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i122114-মার্কেটে_আগুন_সন্ত্রাসীদের_বিচারের_আওতায়_আনা_হবে_প্রধানমন্ত্রী
বাংলাদেশের মানুষ যখন ভালো অবস্থার দিকে যাচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, ঠিক সেই সময়ে আবারো অগ্নিসন্ত্রাস করে মার্কেটে আগুন দিয়ে নানাভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এটা একধরনের চক্রান্ত। তবে এটা যারা করছে তাদের প্রতি জাতির ঘৃণা। তাই যারা এ অপরাধ করছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৮, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের মানুষ যখন ভালো অবস্থার দিকে যাচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, ঠিক সেই সময়ে আবারো অগ্নিসন্ত্রাস করে মার্কেটে আগুন দিয়ে নানাভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এটা একধরনের চক্রান্ত। তবে এটা যারা করছে তাদের প্রতি জাতির ঘৃণা। তাই যারা এ অপরাধ করছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ  মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে নিহত ব্যক্তিবর্গের পরিবারের সদস্য এবং আহতরা। এ সময় তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়ে এসব কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, কয়েকদিন ধরে হঠাৎ করে আগুনের ঘটনা বেড়ে গেছে। এঘটনা গুলো নাশকতা কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরী হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা জীবন্ত মানুষকে গাড়িতে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, রিকশায় আগুন দিয়ে পোড়াতে পারে, এরা মানুষের ক্ষতি করাটাই জানে। ঈদের সময় মানুষ ব্যবসা বাণিজ্য করবে, হয়ত সেই পথটাও বন্ধ করে দিতে চেয়েছিল।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের পর থেকে বারবার সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের হত্যা করেছে তারা।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে বর্বরতা করেছিল, বিএনপি জামায়াতও সেই একইভাবে বর্বরতা করেছে। জিয়াউর রহমান তো হাসতে হাসতে মানুষের ফাঁসির রায় লিখত। কোনো বিচার ছিল না।

তিনি বলেন, অনেক বিচারক বিব্রত বোধ করে রায় দিতেন। যেখানে এতগুলো মানুষ হত্যা করল সেখানে বিচারকরাও রায় দিতে লজ্জা বোধ করেন, এটাও একসময়  দেখতে হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।