সিলেট সুনামগঞ্জসহ দেশের উত্তরপূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি; বন্যার আশংকা
(last modified Thu, 15 Jun 2023 12:53:36 GMT )
জুন ১৫, ২০২৩ ১৮:৫৩ Asia/Dhaka

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও থেমে থেমে বৃষ্টির কারণে, বাংলাদেশের জেলা শহর সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, চলতি, খাসিয়ামারা, বৌলাই ও রক্ত সহ সব নদ নদীর পানি বেড়েছে।

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ জন্য আগামী তিনদিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।  বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলার ষোলঘর পয়েন্টে, সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে এ নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে, জুন মাসের জন্য বন্যা পূর্বাভাস সম্পর্কিত বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সেখানে বলা হয়, জুন মাস দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, তিস্তাসহ সব প্রধান নদ-নদীর পানি সমতল অব্যাহতভাবে বাড়তে পারে। চলতি মাসের শেষ সপ্তাহে যমুনা নদী বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

আর আগামী দুই সপ্তাহে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারাসহ সব প্রধান নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। উজানে ভারি বর্ষণের কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকা এবং উপকূলীয় অঞ্চলে আগামী দুই সপ্তাহ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, যে ভাবে পানি বাড়ছে, এতে আতংকে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা জানান,বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বাড়ছে। সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্প বন্যার আশঙ্কা রয়েছে। তবে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ